TRENDING:

South 24 Parganas News: হাতের বদলে মুখ দিয়েই এঁকে চলেন ছবি! ২ মিনিটে রেকর্ড পাথরপ্রতিমার যুবকের

Last Updated:

একসময় হাতের বদলে মুখ দিয়ে ছবি আঁকা শুরু করেছিলেন সমর। কিন্তু কে জানত এই মুখ দিয়ে আঁকা ছবিই তাঁকে সাফল্য এনে দেবে! সম্প্রতি ওই যুবক ১ মিনিট ৫৮ সেকেন্ড সময়ের মধ্যে মুখ দিয়ে ছবি এঁকে নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তাঁর এই সাফল্যে গর্বিত গ্রামের বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাথরপ্রতিমা: হাত নয়, মুখ দিয়েই ছবি আঁকছেন পাথরপ্রতিমার যুবক সমর মন্ডল। সেই দেখতে সমরের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়, এই ইচ্ছাশক্তির উপর ভর করেই চলছেন সমর।
advertisement

একসময় হাতের বদলে মুখ দিয়ে ছবি আঁকা শুরু করেছিলেন তিনি।  কিন্তু কে জানত এই মুখ দিয়ে আঁকা ছবিই তাঁকে সাফল্য এনে দেবে! সম্প্রতি ওই যুবক ১ মিনিট ৫৮ সেকেন্ড সময়ের মধ্যে মুখ দিয়ে ছবি এঁকে নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তাঁর এই সাফল্যে গর্বিত গ্রামের বাসিন্দারা।

আরও পড়ুন- অবাক কাণ্ড! মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে বাঁচাল পথকুকুররা! কী ভাবে

advertisement

স্থানীয় বাসিন্দা সত্যরঞ্জন দাস জানিয়েছেন, সমর খুবই ভাল ছেলে। সমরের সাফল্যে গ্রামের সকল বাসিন্দাই খুশি। ছোট থেকেই চরম আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে বড় হয়েছেন সমর। গানবাজনা, ছবি আঁকা নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। উচ্চমাধ্যমিক পর্যন্ত কোনওরকমে পড়াশোনা করার পর ছবি আঁকা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। বাড়িতে বাবার সঙ্গে কাজ করা, মাছ ধরা এই সব কাজ করতেন সমর। তবে ভবিষ্যতে অঙ্কন শিল্প নিয়েই থাকতে চান তিনি। সেজন্য স্থানীয় বেশ কয়েকটি বিদ্যালয়ে ছবি আঁকা শেখানোর কাজ নিয়েছেন। সমরের এই অদম্য লড়াই নজির হয়ে থাকবে এলাকায়‌।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হাতের বদলে মুখ দিয়েই এঁকে চলেন ছবি! ২ মিনিটে রেকর্ড পাথরপ্রতিমার যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল