Stray Dogs Rescue Agra Man: অবাক কাণ্ড! মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে বাঁচাল পথকুকুররা! কী ভাবে

Last Updated:

চার যুবক মনে করেছিল রূপের মৃত্যু হয়েছে। তারা রূপকে একটি ফার্ম হাউজের জমিতে কবর দিয়ে দিয়েছিল। এর পর পথকুকুররা খুঁড়ে বের করে রূপকে। তিনি তখন জ্ঞান ফিরে পান। কুকুরগুলি তাঁর গায়ে মুখ দিচ্ছিল বলে জানান তিনি। তবে উঠে দাঁড়িয়ে এক সময় হাঁটতে শুরু করেন রূপ।

মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে খুঁজে পেল পথকুকুররা! কী ভাবে?
মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে খুঁজে পেল পথকুকুররা! কী ভাবে?
আগ্রা:  জীবন্ত সমাধি দেওয়ার পরও প্রাণে বেঁচে ফিরলেন আগ্রার এক যুবক। তাও আবার পথকুকুরদের কল্যাণে। ২৪ বছরের সেই যুবকের নাম রূপ কিশোর। জমি সংক্রান্ত এক সমস্যায় ৪ জন মিলে মারধর করে রূপকে মাটিতে পুঁতে দিয়েছিল বলে অভিযোগ। এর পর তাঁকে খুঁড়ে বের করে পথকুকুররা, এমনই জানান রূপ।
ঘটনাটি ঘটে আগ্রার আরটোনি এলাকায়। অঙ্কিত, গৌরব, করণ, আকাশ নামের চার যুবক রূপকে আক্রমণ করে এমন মারে যাতে তিনি অজ্ঞান হয়ে যান। এতে সেই চার যুবক মনে করেছিল রূপের মৃত্যু হয়েছে। তারা রূপকে একটি ফার্ম হাউজের জমিতে কবর দিয়ে দিয়েছিল। এর পর পথকুকুররা খুঁড়ে বের করে রূপকে। তিনি তখন জ্ঞান ফিরে পান। কুকুরগুলি তাঁর গায়ে মুখ দিচ্ছিল বলে জানান তিনি। তবে উঠে দাঁড়িয়ে এক সময় হাঁটতে শুরু করেন রূপ। কিছু দূর গিয়ে স্থানীয়দের কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি। স্থানীয়রা রূপকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন রূপ।
advertisement
রূপের বাড়ির লোকেরা দুশ্চিন্তায় ছিলেন। যদিও বিপদের আঁচ পেয়েছিলেন তাঁর মা। রূপের মা জানান, ওই ৪ যুবক রূপকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল।
advertisement
রূপকে নির্মম ভাবে মারধর করা হয়েছে বলেই অভিযোগ তাঁর। শ্বাসরোধ করে এর পর তাঁকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, জানান রূপের মা। যদিও সেই অভিযুক্তরা এখন পলাতক। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাদের খুঁজছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Stray Dogs Rescue Agra Man: অবাক কাণ্ড! মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে বাঁচাল পথকুকুররা! কী ভাবে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement