পুরুলিয়ার বলরামপুরের সাইবুড্ডি গ্রামের বাসিন্দা ফিলিমন টুডু। বয়স ২৪ বছর। খেলাধুলায় তার বিরাট প্রতিভা রয়েছে। জেলা স্তরে ও রাজ্য স্তরে বহু সফলতা পেয়েছেন। ২০১৭ সালে বলরামপুর কৃতি সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। কিন্তু সেই সম্মান তার জীবনের বিশেষ কোনও পরিবর্তন আনতে পারেনি। সংসারের চাপে বাবার সঙ্গে মুদির দোকানে বসে কিংবা দিন মজুরের কাজ করে তার জীবন জীবিকা নির্বাহ হচ্ছে।
advertisement
এ বিষয়ে ফিলিমন টুডু বলেন, ১০০-২০০ মিটার দৌড় ও লং-জাম্পে তার যথেষ্ট নামডাক হয়েছিল। কিন্তু সেভাবে কোনও সহায়তা পাননি তিনি। আর্থিক অভাবে ক্রমশ পিছিয়ে পড়তে হয় তাকে। চোখে হাজারও স্বপ্ন থাকলেও বাস্তবতার কাছে হেরে গিয়েছে সব কিছু। তবুও তিনি চাইছেন আবারও ঘুরে দাঁড়াতে। সহযোগিতার করুণ আর্জি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ফিলিমনের মা সীমান্তি টুডু বলেন, ছেলের মধ্যে প্রতিভা থাকা সত্ত্বেও অর্থের অভাবে হারিয়ে যাচ্ছে ফিলিমনের অ্যাথলিট হওয়ার স্বপ্ন। তাই যদি কোনও সহযোগিতা পাওয়া যায় তাহলে আবারও খেলাধুলার জগতে সে ফিরতে পারবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একগুচ্ছ স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন ফিলিমন। বাস্তবতার কাছে আজ সেই স্বপ্ন অধরা। মাঝেমধ্যেই বাক্স খুলে মেডেল, শংসাপত্র গুলি বের করে দেখেন তিনি। মেডেলে জং পরলেও আজও তার স্বপ্নে জং পড়েনি। সুযোগের অপেক্ষায় বলরামপুরের ফিলিমন।





