TRENDING:

Hooghly News: দাম ২ টাকারও কম, ১০ টাকায় পাবেন ৬ পিস মিষ্টি পান, কোথায় জানেন? রয়েছে হোম ডেলিভারি!

Last Updated:

Hooghly News: ১০ টাকায় ৬ পিস পান তাও আবার হোম ডেলিভারি। শুনলে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু  এটাই সত্যি। বর্তমানে এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা হয়। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র ২ টাকার থেকে কম দামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: ১০ টাকায় ৬ পিস পান তাও আবার হোম ডেলিভারি। শুনলে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু  এটাই সত্যি। বর্তমানে এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা হয়। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র দু’টাকার থেকে কম দামে। অর্থাৎ দশ টাকায় ৬ টা পান। এমনই ঘটনায় শোরগোল পড়ে গেছে গোঘাট ও আরামবাগে।
advertisement

শুধু তাই নয় ফোন করলেই আরামবাগ শহর থেকে ১০কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি পর্যন্ত দেওয়া হচ্ছে এই মিষ্টি পান। তার জন্য ছেলেরা একটি বাইক ও একটি টোটো নিয়ে সবসময় তৈরি রয়েছে। অভিনব এই ভাবনাটি গোঘাটের ধুলেপুর গ্রামের ‘গাঙ্গুলি পান স্টল’-এর কর্ণধার দিগম্বর গাঙ্গুলীর।

আরও পড়ুন-    দীপিকা-রণবীরের সন্তান নিয়ে বিগ ‘সিক্রেট’ ফাঁস বোন অনিশার, প্রথমবার মুখ খুলতেই তোলপাড়…!

advertisement

জানা যায়, এদিনই তাঁর পান ব্যবসার ছয় বছর পূর্ণ হল। বুধবার থেকে আগামী চারদিনে তিনি মাত্র দু’টাকার কমে বিভিন্ন ধরনের মিষ্টি পান খাওয়াবেন সাধারণ মানুষকে। আর এই পানের তালিকায় রয়েছে ফায়ার পান, আইস পান, চকোলেট পান-সহ ২৬ টি ফ্লেভার। স্বাভাবিকভাবেই পানপ্রেমী মানুষজন খুশি এই অফারে।

View More

আরও পড়ুন-           মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

advertisement

পান স্টলের কর্ণধার দিগম্বরবাবুর জানান, আমি ছোট ব্যবসায়ী। সকলকে মিষ্টি খাওয়ানোর ক্ষমতা আমার নেই। তাই পান খাইয়েই সকলকে মিষ্টি মুখ করাচ্ছি। তিনি বলেন চারদিন দিন ধরে চলবে এই পরিষেবা। আর এটার লক্ষ্য হল, তার এই পূর্তিবর্ষ উপলক্ষে যদি ফ্রিতে সাধারণ মানুষকে পান খাওয়াই তাহলে তার ব্যবসা অনেকটাই প্রচার বাড়বে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দাম ২ টাকারও কম, ১০ টাকায় পাবেন ৬ পিস মিষ্টি পান, কোথায় জানেন? রয়েছে হোম ডেলিভারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল