শুধু তাই নয় ফোন করলেই আরামবাগ শহর থেকে ১০কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি পর্যন্ত দেওয়া হচ্ছে এই মিষ্টি পান। তার জন্য ছেলেরা একটি বাইক ও একটি টোটো নিয়ে সবসময় তৈরি রয়েছে। অভিনব এই ভাবনাটি গোঘাটের ধুলেপুর গ্রামের ‘গাঙ্গুলি পান স্টল’-এর কর্ণধার দিগম্বর গাঙ্গুলীর।
আরও পড়ুন- দীপিকা-রণবীরের সন্তান নিয়ে বিগ ‘সিক্রেট’ ফাঁস বোন অনিশার, প্রথমবার মুখ খুলতেই তোলপাড়…!
advertisement
জানা যায়, এদিনই তাঁর পান ব্যবসার ছয় বছর পূর্ণ হল। বুধবার থেকে আগামী চারদিনে তিনি মাত্র দু’টাকার কমে বিভিন্ন ধরনের মিষ্টি পান খাওয়াবেন সাধারণ মানুষকে। আর এই পানের তালিকায় রয়েছে ফায়ার পান, আইস পান, চকোলেট পান-সহ ২৬ টি ফ্লেভার। স্বাভাবিকভাবেই পানপ্রেমী মানুষজন খুশি এই অফারে।
পান স্টলের কর্ণধার দিগম্বরবাবুর জানান, আমি ছোট ব্যবসায়ী। সকলকে মিষ্টি খাওয়ানোর ক্ষমতা আমার নেই। তাই পান খাইয়েই সকলকে মিষ্টি মুখ করাচ্ছি। তিনি বলেন চারদিন দিন ধরে চলবে এই পরিষেবা। আর এটার লক্ষ্য হল, তার এই পূর্তিবর্ষ উপলক্ষে যদি ফ্রিতে সাধারণ মানুষকে পান খাওয়াই তাহলে তার ব্যবসা অনেকটাই প্রচার বাড়বে।
Suvojit Ghosh