দেখতে হুবহু সুতির সুতোর মতো হলেও এই সুতোর কাঁচামাল কিন্তু তুলো কিংবা রেশম থেকে আসে না। এটি আসে গাছের ছাল থেকে। সেটা থেকেই সুতো তৈরি করে কাপড় বানাচ্ছে দেশের বিভিন্ন রাজ্য। তাই এবার পশ্চিমবঙ্গের ফুলিয়া ও শান্তিপুর থেকে এই সুতোর প্রচলন শুরু করতে চাইছে এই সংস্থা। সেই কারণেই আজকের সেমিনারের আয়োজন।
advertisement
আরও পড়ুনঃ মোটরসাইকেলে ছিলেন ৩ জন, হঠাৎ পুলিশি অভিযান! তল্লাশি চালাতেই যা মিলল…! সঙ্গে সঙ্গে গ্রেফতার
সংস্থার এক কর্মকর্তা জানান, উইলো, ইউক্যালিপটাস এবং বেশ কিছু বিশেষ প্রজাতির গাছের ছাল থেকে এই সুতো তৈরি হয়। সম্পূর্ণ পরিবেশ বান্ধব কাঁচামাল দিয়েই তৈরি হয় এই সুতো। শিমুল তুলো কিংবা রেশম তুলো যেমন পরিধানের ক্ষেত্রে আরামদায়ক, এই সুতোও একই মানের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংস্থার এক কর্মকর্তা বলেন, পশ্চিমবঙ্গের বাইরে গুজরাট, তামিলনাড়ু ইত্যাদি বিভিন্ন রাজ্যে যেখানে কাপড়ের ইন্ডাস্ট্রি বেশি রয়েছে, সেইসব জায়গায় যথারীতি আমাদের কোম্পানির এই সুতো ব্যবহার করে তাঁতিরা বলছেন কাপড় এবং কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি, পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম কাপড়ের ইন্ডাস্ট্রি শান্তিপুর ও ফুলিয়ার তাঁতিরাও এই সুতো ব্যবহার করে ভবিষ্যতে লাভবান হবেন।