মোটরসাইকেলে ছিলেন ৩ জন, হঠাৎ পুলিশি অভিযান! তল্লাশি চালাতেই যা মিলল...! সঙ্গে সঙ্গে গ্রেফতার
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়
লালগোলা, তন্ময় মন্ডলঃ ফের বড়সড় সাফল্য পেল লালগোলা থানার পুলিশ। লালগোলায় উদ্ধার হল হেরোইন। মাদক পাচার রুখতে আরও একটি বড় পদক্ষেপ। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে কৃষ্ণপুর রেলওয়ে স্টেশনের কাছে অভিযান চালানো হয়। তিনজনের কাছে তল্লাশি চালিয়ে মোট ২৬৭ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এরপর তাঁদের গ্রেফতার এবং হেরোইন ও মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ সুত্রে জানা যাচ্ছে, ধৃতদের নাম সাবির হোসেন ওরফে বদশা (৩৭)। রোহিত শেখ (২৪) ও লিয়াকত আলি। এর মধ্যে সাবিরের বাড়ি ভবানীপুর, বাকি দু’জন সারপাখিয়ার রাজারামপুরের বাসিন্দা।
আরও পড়ুনঃ গোডাউনের ভেতরেই রমরমিয়ে চলছে…! তল্লাশি চালিয়ে যা মিলল, চক্ষু চড়কগাছ পুলিশের
এদিন ভোররাতে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম কৃষ্ণপুর রেলওয়ে স্টেশনের কাছে অভিযান চালায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছে তল্লাশি চালালে উদ্ধার হয় ২৬৭ গ্রাম হেরোইন। এরপর তাঁদের গ্রেফতার করে পুলিশ। হেরোইন ও মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাঁদের ৮ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 12:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোটরসাইকেলে ছিলেন ৩ জন, হঠাৎ পুলিশি অভিযান! তল্লাশি চালাতেই যা মিলল...! সঙ্গে সঙ্গে গ্রেফতার

