গোডাউনের ভেতরেই রমরমিয়ে চলছে...! তল্লাশি চালিয়ে যা মিলল, চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

হলদিয়া মেছেদা জাতীয় সড়কের ধারে হাকোল্লা এলাকার সেই গোডাউনের ভেতর থেকে কী উদ্ধার হল?

স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তল্লাশি চালায় পুলিশ। প্রতীকী ছবি
স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তল্লাশি চালায় পুলিশ। প্রতীকী ছবি
হাকোল্লা, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ জাতীয় সড়কের ধারে চরাই গোডাউনে রমরমিয়ে চলছে অবৈধ কারবার। রাতের অন্ধকারে সেখানে অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। হলদিয়া মেছেদা জাতীয় সড়কের ধারে হাকোল্লা এলাকার একটি গোডাউনের ভেতর থেকে অবৈধ কয়লা, তেল, বিটুমিন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়।
পূর্ব মেদিনীপুর জেলার DEB এবং জেলা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই তল্লাশি চালানো হয়। অভিযোগ, এই গোডাউনে অবৈধভাবে তেল কাটিং চলে।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের আগে রেলের দুর্দান্ত উদ্যোগ! রাজ্যে ‘বিশেষ’ কর্মসূচির আয়োজন, জানলে গর্ব হবে
স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ আসতেই হলদিয়া মেছেদা জাতীয় সড়কের ধারে হাকোল্লা এলাকার ওই গোডাউনে হানা দেয় পুলিশ। উদ্ধার করা হয় কয়লা, তেল, বিটুমিন সহ অবৈধ সামগ্রী। এর পাশাপাশি একটি গাড়ি সহ কয়েকশো লিটার তেল ও কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময় অবৈধ তেল কাটিং কারখানায় হানা দিয়েছে পুলিশ। এবার যেমন হাকোল্লা এলাকার এই গোডাউনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হল। গোডাউনের ভেতর থেকে অবৈধ কয়লা, তেল, বিটুমিন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গোডাউনের ভেতরেই রমরমিয়ে চলছে...! তল্লাশি চালিয়ে যা মিলল, চক্ষু চড়কগাছ পুলিশের
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement