স্বাধীনতা দিবসের আগে রেলের দুর্দান্ত উদ্যোগ! রাজ্যে 'বিশেষ' কর্মসূচির আয়োজন, জানলে গর্ব হবে
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এই উদ্যোগ আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের একটি অংশ
<strong>হাওড়া, রাকেশ মাইতি:</strong> সাইকেল ও বাইক র্যালির মধ্য দিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি করল পূর্ব রেলওয়ে হাওড়া বিভাগ। হর ঘর তিরঙ্গা- সাইকেল ও বাইক র‍্যালির মাধ্যমে নতুন ডিআরএম বিল্ডিং থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা স্বাধীনতা দিবসের ও নাগরিক গর্বের বার্তা মানুষের কাছে পৌঁছে দেন।
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়া ডিভিশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের দ্বারা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উদযাপিত হয় ভারতের ঐতিহ্য এবং স্বাধীনতার আদর্শ। জাতীয় সংহতি বৃদ্ধি এবং তিরঙ্গার মর্যাদা বৃদ্ধিতে দেশবাসীকে অনুপ্রাণিত করতে এই উদ্যোগ নিয়েছে হাওড়া বিভাগ। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের সম্মানে ও ছাত্রছাত্রী এবং জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মসূচি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)