সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এবার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসের আগে থেকেই হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর দফতরে জোর প্রস্তুতি। বুধবার বিকেল থেকেই সদর দফতরে হাজির বিভিন্ন থানার প্রিজন ভ্যান। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর দফতর থেকে গাছ পৌঁছে যাচ্ছে থানা গুলিতে।
advertisement
আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ কোর্স বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে!
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বছর পরিবেশ রক্ষার কর্মসূচি পৃথিবীর নানা প্রান্তে অনুষ্ঠিত হয়। সমস্ত মানুষকে আরও বেশি করে পরিবেশ রক্ষার বিষয়ে সদর্থক ভূমিকা পালনে উৎসাহ প্রদানে ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। সারা পৃথিবীজুড়ে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে এই দিন পালন করা হয়। আমাদের দেশ, রাজ্য এবং জেলা বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি দফতর গুলিতেও বিভিন্ন ভাবে এইদিন পরিবেশ রক্ষার কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন: ৩০ লাখ টাকা খরচে বসছে সিসি ক্যামেরা! নিরাপত্তা বাড়ছে হাওড়ার এই এলাকায়
এবার বিশ্ব পরিবেশ দিবসে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশ রক্ষার কর্মসূচি আরও ত্বরান্বিত করতে ছাত্র-ছাত্রীদের হাতে গাছ লাগানোর উদ্যোগ। জেলার প্রতিটি স্কুলে থানার মাধ্যমিক চারা গাছ পৌঁছে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে আরও বেশি করে উৎসাহিত করতে স্কুলগুলিতে চারা গাছ পাঠান। ছাত্র-ছাত্রীরা নিজের হাতে গাছ লাগাবে সেই গাছের প্রতি ও পরিবেশের প্রতি ওদের কদর বাড়বে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রায় পাঁচ হাজার গাছ স্কুলে স্কুলে প্রদান করার উদ্যোগ।চারা গাছ লাগানোর পর সেই গাছ বেড়ে ওঠার পূর্ণ নজরদারি করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
রাকেশ মাইতি