Howrah News: ৩০ লাখ টাকা খরচে বসছে সিসি ক্যামেরা! নিরাপত্তা বাড়ছে হাওড়ার এই এলাকায়

Last Updated:

আইনশৃঙ্খলার সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সিসি ক্যামেরা 
সিসি ক্যামেরা 
হাওড়া: গ্রামীণ হাওড়ায় নিরাপত্তা আরও জোরদার, বসছে সিসি ক্যামেরা! নজরদারি বাড়াতে গ্রামীণ হাওড়ার বিভিন্ন স্থানে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা বসানোর কাজ করছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।
ঘন জনবসতি, জাতীয় সড়ক, রেল পথে পার্শ্ববর্তী জেলার সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং জেলার তিনদিক নদী দিয়ে ঘেরা। অপরাধমূলক কাণ্ড ঘটিয়ে জেলা ছেড়ে যাওয়া বা অন্যত্র থেকে জেলায় প্রবেশ করা খুব সহজ বা কম সময়ে সম্ভব। যার ফলে অপরাধ দমন এবং অপরাধীদের চিহ্নিত করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। অপরাধমূলক ঘটনা কমাতে আইন শৃঙ্খলার সুবিধার্থে গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তে বসছে সিসি ক্যামেরা।
advertisement
advertisement
আইনশৃঙ্খলা রক্ষায় সাংসদ তহবিল থেকে সাংসদ সাজেদা আহমেদ ৩০ লক্ষ টাকা তুলে দিচ্ছেন গ্রামীণ জেলা পুলিশের হাতে। সিসি ক্যামেরা প্রতিস্থাপনের ফলে জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখার কাজ অনেকটাই সুবিধাজনক হবে। হাওড়ার রানিহাটি নবঘরা থেকে প্রায় ৪০-৪৫ কিমি জাতীয় সড়কের বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একই সঙ্গে রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা বসানো হয়েছে। জাতীয় সড়ক রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সিসি ক্যামেরা আওতাধীন হলে পুলিশি নজরদারি বা আইনশৃঙ্খলা রক্ষা সহজ হবে।
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ৩০ লাখ টাকা খরচে বসছে সিসি ক্যামেরা! নিরাপত্তা বাড়ছে হাওড়ার এই এলাকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement