World Bicycle Day: বাঁচবে টাকা, আলাদা করে দিতে হবে না জিমে সময়! ভাবছেন কীভাবে! টোটকা নয়, এটি করলেই মিলবে হাতেনাতে ফল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
টাকা, সময় বাঁচানো থেকে পরিবেশ দূষণ কমানো, সবেতেই এর বিকল্প কিছু হয় না
হাওড়া: বিশ্ব বাইসাইকেল দিবসে শহরবাসীকে বিশেষ বার্তা দিতে প্যাডেলে ভর করে হাওড়ার সাইকেল প্রেমীরা পৌঁছল কলকাতা ময়দান! শরীর সুস্থ রাখার পাশাপাশি পরিবেশ রক্ষা, উভয় দিক গুরুত্ব দিয়ে সাইকেল যান ব্যবহারের এর বিকল্প নেই। ব্যস্ত শহরবাসীর কাছে সেই বার্তা তুলে ধরতে বিশ্ব বাইসাইকেল দিবসে হাওড়া থেকে কলকাতা সাইকেল চালিয়ে মানুষকে সচেতন বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল হাওড়া সাইকেল আরোহীরা।
হাওড়া ও কলকাতার সাইকেল আরোহীরা মিলিত হয় কলকাতা ময়দান। এই সাইকেল র্যালিরতে ছিলেন এভারেস্ট জয়ী দুই পর্বত আরোহী দেবাশীষ বিশ্বাস ও মলয় মুখার্জি, সাইকেলপ্রেমী পার্থ প্রতিম হাজরা ও দেবাশীষ চক্রবর্তী ও অন্যান্যরা। এই বিশেষ দিনে হাওড়া, কলকাতার একদল সাইকেলপ্রেমী ঐক্যবদ্ধ হল। হাওড়ার ডুমুরজোলা থেকে নেতাজী সুভাষ রোড, মল্লিক ফটক হাওড়া ব্রিজ হয়ে এমজি রোড হয়ে। ভিক্টরিয়া পৌঁছয় সেখান থেকে হয়ে আবার হাওড়া ডুমুরজলা পৌঁছে শেষ হয় র্যালি।
advertisement
advertisement
বর্তমান সময়ে যখন পরিবেশে হু হু করে দূষণের মাত্রা বাড়ছে। মানুষ দূষণ সম্পর্কে অবগত হলেও নানা কারণে দূষণের মাত্রা বাড়িয়ে তুলছে। পরিবেশ দূষণের অন্যতম কারণ ব্যাপক হারে পেট্রোল ডিজেল বা গ্যাস চালিত যানবাহন ব্যবহার অতিমাত্রায়। যদিও দূষণ কমাতে বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের উপর জোর দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে ইলেকট্রিক বাহন ব্যবহারের মাত্র খুব বেশি দেখা যায়নি। পরিবেশ দূষণ রক্ষার পক্ষে ইলেকট্রিক যান বা সাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেদিক গুরুত্ব দিয়েই পরিবেশ দূষণ রক্ষাকারী যান সাইকেল ব্যবহারের বার্তা। বর্তমান গতির যুগে ট্রেস রিলিফ করতে বাইসাইকেলের প্যাডেলে পা দিন। বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের। কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেলপ্রেমীদের।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 3:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Bicycle Day: বাঁচবে টাকা, আলাদা করে দিতে হবে না জিমে সময়! ভাবছেন কীভাবে! টোটকা নয়, এটি করলেই মিলবে হাতেনাতে ফল