Howrah News: ছাত্র-ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ কোর্স বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে! 

Last Updated:

Howrah News: কর্মজগতে আত্মবিশ্বাস বাড়াতে মাত্র তিন মাসের বিশেষ কোর্স বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের! বাড়িতে বসেই আবেদন করে ফেলুন আজই।

+
ছাত্র-ছাত্রী

ছাত্র-ছাত্রী এবং চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ কোর্স রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে

হাওড়া: ছাত্র-ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ কোর্ট রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে! প্রতি বছর রাজ্যের তথা দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে কয়েক লক্ষাধিক পড়ুয়া নিজেদের পড়াশোনা সম্পূর্ণ করে চাকরির সন্ধান করেন। তবে সঠিক স্কিলের অভাবে প্রচুর ছাত্রছাত্রী পছন্দ মত কাজে যুক্ত হতে পারেন না। বর্তমান সময়ে বিভিন্ন বহুজাতিক সংস্থায় কাজের সুযোগ পাওয়ার জন্য বিষয়ভিত্তিক পঠন – পাঠনের পাশাপাশি আনুসাঙ্গিক স্কিলের প্রয়োজন পড়ে। তাই বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের উদ্যোগে প্লেসমেন্ট এন্ড ক্যারিয়ার কাউন্সেলিং সেল এর উদ্যোগে সফ্ট স্কিল এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট এর উপরে তিন মাসের কোর্স শুরু হতে চলেছে ১৭ ই জুন থেকে। সম্প্রতি এই বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
আরও পড়ুনঃ মুখ, ঘাড়, বাহুমূলে ‘এইরকম’ দাগ? একেবারেই অবহেলা করবে না! লিভারে বাসা বাঁধতে ক্যানসার, সাবধান
প্রকাশিত বিজ্ঞপ্তি জানান হয়েছে, এই কোর্সটিতে অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে। কিউ আর কোড স্ক্যান করে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই কোর্সটির ডিটেলস মিলবে। সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন ১৮ বছরের উর্ধ্বে পুরুষ মহিলা যে কেউ ।
advertisement
এই কোর্সের মধ্যে রয়েছে, ইন্টারভিউ স্কিলস, লিডারশিপ স্কিলস, বিজনেস কমিউনিকেশন স্কিলস, পাবলিক স্পিকিং স্কিলস এবং সেলফ মোটিভেশন| কোর্সের সময়সীমা হল মাত্র তিন মাস| প্রতি সপ্তাহের বুধবার সন্ধ্যা ৭ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত অনলাইনে এই কোর্সের ক্লাস হবে| ছেলে-মেয়ে উভয় এই কোর্সটি করতে পারবে |কোর্স শেষে মিলবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NSDC) শংসাপত্র| চাকরি জগতে প্রবেশ করার পূর্বে এই ধরনের কোর্স ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্ত্বপূর্ণ |
advertisement
advertisement
এই কোর্সটি যে নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করবে সেগুলো হল
  • ইন্টারভিউ স্কিলস: চাকরির জন্য ইন্টারভিউতে ভালো পারফর্ম করার জন্য প্রয়োজনীয় কৌশল ও দক্ষতা|
  • লিডারশিপ স্কিলস:নেতৃত্ব গুণাবলী এবং দলের সদস্যদের উৎসাহিত করার ক্ষমতা
  • বিজনেস কমিউনিকেশন স্কিলস: পেশাদার পরিবেশে যোগাযোগের জন্য প্রয়োজনীয় দক্ষতা, যেমন – ইমেল লেখা, রিপোর্ট তৈরি ইত্যাদি।
  • advertisement
  • পাবলিক স্পিকিং স্কিলস:দর্শকদের সামনে কথা বলার কৌশলগত ক্ষমতা।
  • সেলফ মোটিভেশন স্কিল: যেকোনও পরিস্থিতিতে মানসিকভাবে নিজেকে প্রস্তুতি করতে। কোন কিছু ক্ষেত্রে নিজের উৎসাহ নিজে বাড়ান।
  • এই কোর্সগুলোর মাধ্যমে পড়ুয়ারা তাদের কর্মজীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে এবং পেশাদার জীবনে সফল হতে পারবেন।
    রাকেশ মাইতি
    view comments
    বাংলা খবর/ খবর/শিক্ষা/
    Howrah News: ছাত্র-ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ কোর্স বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে! 
    Next Article
    advertisement
    ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
    ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
    • ব্রোচের মতোই দামি !

    • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

    • দেখে নিন ভাইরাল ছবি

    VIEW MORE
    advertisement
    advertisement