TRENDING:

Jhargram News : স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে জঙ্গলমহলের মহিলারা, পুজোর আগে নিজেদের উদ্যোগে শুরু হল মেলা

Last Updated:

নিজেদের স্বনির্ভর করার লক্ষ্যে ঝাড়গ্রামের দূর্গা পুজোর আগে মহিলাদের উদ্যোগে শুরু হয়েছে মেলা। মহিলাদের পুজোরহাট জমজমাট মেলা চলছে। মহিলাদের হাতের তৈরি সামগ্রী বিক্রি হচ্ছে এই মেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : বাড়ির কাজের ফাঁকে অবসর সময়ে নিজের কর্ম প্রতিভাকে ফুটিয়ে তুলছে জঙ্গলমহলের নারীরা। নিজেদের কর্ম প্রতিভার দক্ষতায় হাতের তৈরি নানা সামগ্রীর পসরা সাজিয়ে দুর্গা পুজোর আগে নিজেরা একজোট হয়ে শুরু করেছে মেলা। আর এই মেলার মধ্য দিয়ে তাঁরা নিজেদেরকে স্বনির্ভর করার বার্তা দিচ্ছে সমাজকে।নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ঝাড়গ্রাম শহরের মহিলারা একত্রিত হয়ে তৈরি করেছে স্বপ্নের মেয়েবেলা নামের একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগেই ঝাড়গ্রাম শহরের তরুণ তীর্থ ক্লাব প্রাঙ্গণে পাঁচ দিনের জন্য শুরু করেছে পুজোর হাট জমজমাট মানের মেলা ।
advertisement

৪সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেলাটি। ৮সেপ্টেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলবেমেলা। মেলা শুরুর দিন থেকেই সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট ভিড় লক্ষ্য করা যাচ্ছে নারীদের এই স্বনির্ভর হওয়ার মেলায়।কেউ পোড়ামাটি দিয়ে তৈরি করেছে গয়না, কেউ আবার ঝিনুক, কড়ি, কাঠ, সুতো দিয়ে তৈরি করেছে কানের দুল ও গলার মালা। কেউ আবার সুতির শাড়িতে ফুটিয়ে তুলেছে নিজের কারুকার্য। বাবুই ও সাবাই ঘাস দিয়ে তৈরি করেছে ঘর সাজানোর জিনিস। সবকিছুই পাওয়া যাচ্ছে এই মেলায়।

advertisement

আরও পড়ুন : ভারতের হয়ে খেলবে বাংলার জুয়েল সরকার, আর্চারিতে নতুন তারকা পাবে দেশ!

মেলাতে দোকান দিয়েছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা প্রিয়া নন্দী, রাজশ্রী দাসরা তাঁরা বলেন,”বাড়িতে নিজেরাই বিভিন্ন ধরনের গয়না তৈরি করেছি। পোড়ামাটি, সুতো, ঝিনুক, ,কড়ি সহ বিভিন্ন সামগ্রী দিয়ে গয়না গুলি তৈরি করা হয়েছে। এইগুলি বিক্রির জন্য প্রতিবছর দুর্গা পুজোর আগে আমাদের মহিলাদের পরিচালিত স্বপ্নের মেয়ে বেলা সংগঠনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। আমাদের মূল লক্ষ্য নিজেদের স্বনির্ভর করে তোলা” ।

advertisement

আরও পড়ুন : দীর্ঘদিন পরে হাল বদলাতে চলেছে ঝাড়গ্রামের এই পার্কের, বরাদ্দ ২৫ লক্ষ

কেবলমাত্র মহিলাদের হাতে তৈরি সামগ্রী এখানে বিক্রি হচ্ছে না পাওয়া যাচ্ছে টাটকা টাটকা খাবার। ঘুগনি, চিকেন পকোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠে ও মিষ্টিও পাওয়া যাচ্ছে।

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

নারীদের স্বনির্ভর হওয়ার পুজোর আগের এই হাট পরিণত হয়েছে জমজমাট মেলায়।

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে জঙ্গলমহলের মহিলারা, পুজোর আগে নিজেদের উদ্যোগে শুরু হল মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল