৪সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেলাটি। ৮সেপ্টেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলবেমেলা। মেলা শুরুর দিন থেকেই সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট ভিড় লক্ষ্য করা যাচ্ছে নারীদের এই স্বনির্ভর হওয়ার মেলায়।কেউ পোড়ামাটি দিয়ে তৈরি করেছে গয়না, কেউ আবার ঝিনুক, কড়ি, কাঠ, সুতো দিয়ে তৈরি করেছে কানের দুল ও গলার মালা। কেউ আবার সুতির শাড়িতে ফুটিয়ে তুলেছে নিজের কারুকার্য। বাবুই ও সাবাই ঘাস দিয়ে তৈরি করেছে ঘর সাজানোর জিনিস। সবকিছুই পাওয়া যাচ্ছে এই মেলায়।
advertisement
আরও পড়ুন : ভারতের হয়ে খেলবে বাংলার জুয়েল সরকার, আর্চারিতে নতুন তারকা পাবে দেশ!
মেলাতে দোকান দিয়েছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা প্রিয়া নন্দী, রাজশ্রী দাসরা তাঁরা বলেন,”বাড়িতে নিজেরাই বিভিন্ন ধরনের গয়না তৈরি করেছি। পোড়ামাটি, সুতো, ঝিনুক, ,কড়ি সহ বিভিন্ন সামগ্রী দিয়ে গয়না গুলি তৈরি করা হয়েছে। এইগুলি বিক্রির জন্য প্রতিবছর দুর্গা পুজোর আগে আমাদের মহিলাদের পরিচালিত স্বপ্নের মেয়ে বেলা সংগঠনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। আমাদের মূল লক্ষ্য নিজেদের স্বনির্ভর করে তোলা” ।
আরও পড়ুন : দীর্ঘদিন পরে হাল বদলাতে চলেছে ঝাড়গ্রামের এই পার্কের, বরাদ্দ ২৫ লক্ষ
কেবলমাত্র মহিলাদের হাতে তৈরি সামগ্রী এখানে বিক্রি হচ্ছে না পাওয়া যাচ্ছে টাটকা টাটকা খাবার। ঘুগনি, চিকেন পকোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠে ও মিষ্টিও পাওয়া যাচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নারীদের স্বনির্ভর হওয়ার পুজোর আগের এই হাট পরিণত হয়েছে জমজমাট মেলায়।
বুদ্ধদেব বেরা