ভারতের হয়ে খেলবে বাংলার জুয়েল সরকার, আর্চারিতে নতুন তারকা পাবে দেশ!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Archery- চিনের তাইপেতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৪। এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়ন ২০২৪-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে বাংলার ছেলে জুয়েল সরকার। ইতিমধ্যেই ইন্ডিয়ান জুনিয়ার রিকার্ভ টিমের সদস্য হয়েছে জুয়েল।
ঝাড়গ্রাম : এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে বাংলার ছেলে জুয়েল সরকার। হরিয়ানায় অনুষ্ঠিত অ্যাসেসমেন্ট ট্রায়ালে প্রথম স্থান অধিকার করে ইন্ডিয়ান জুনিয়র রিকার্ভ টিমে ইতিমধ্যেই সদস্য হয়েছে জুয়েল।
এবার বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখছে বাংলার এই ছেলে। বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি ঝাড়গ্রামে ২০১৮ সাল থেকে জুয়েল প্রশিক্ষণ নিচ্ছে। জুয়েলের বাড়ি মালদহ জেলার গাজল থানার অন্তর্গত ধোবাপাড়া গ্রামে।
ছোট থেকেই তিরন্দাজির প্রতি ঝোঁক থাকায় জুয়েল চলে আসেন ঝাড়গ্রাম। বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির হোস্টেলে থেকেই আর্চারি প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। বর্তমানে সে ঝাড়গ্রাম নেতাজি আদর্শ হিন্দি হাই স্কুলের কলা বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
advertisement
advertisement
আরও পড়ুন- ভিনেশ ফোগট এবার রাজনীতিতে! কোন দলে যোগ দিলেন? কুস্তি থেকে সোজা ‘এই’ দলে
জুয়েল এর আগেও জাতীয় স্তরের থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের একাধিক খেলায় অংশগ্রহণ করেছেন এবং দেশের জন্য পদক জয় করে এনেছে।
২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশগ্রহণ করে স্বর্ণপদক জিতেছিলেন। ২০২৩ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশগ্রহণ করে সিলভার পদক জেতেন। আবার ২০২৩ সালে চিনের তাইপেতে অনুষ্ঠিত এশিয়ান কাপেও অংশগ্রহণ করেন।
advertisement
জানা গিয়েছে, এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৪ খেলার জন্য ইন্ডিয়ান জুনিয়র রিকার্ভ টিমের সদস্য নির্বাচন শুরু হয় হরিয়ানায়। হরিয়ানার সোনিপত এসএআই এমসিওই-তে অগাস্ট মাসের ২৩ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় অ্যাসেসমেন্ট ট্রায়াল ।
বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি ঝাড়গ্রাম থেকে জুয়েল সরকার-সহ মোট ৬ জন অংশগ্রহণ করেন। তার মধ্যে জুয়েল সবচেয়ে ভাল পারফরম্যান্স করে প্রথম স্থান অধিকার করেন।
advertisement
প্রথম স্থান অধিকারের পরেই ইন্ডিয়ান জুনিয়র রিকার্ভ টিমের সদস্য হয়ে যান জুয়েল। সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ থেকে অক্টোবর মাসের ৪ তারিখ পর্যন্ত চিনের তাইপেতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৪। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে বাংলার ছেলে জুয়েল।
জুয়েল বলেন, “হরিয়ানায় অনুষ্ঠিত অ্যাসেসমেন্ট ট্রায়ালে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করি, তার পরেই ইন্ডিয়ান জুনিয়ার রিকার্ভ টিমের সদস্য হয়ে যাই।
advertisement
এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ দেশের হয়ে আমি খেলতে চলেছি। এটা আমার কাছে খুবই গর্বের বিষয়। আমি সর্বদাই চেষ্টা করব ভাল খেলার এবং দেশের নাম উজ্জ্বল করার”।
জুয়েল আরও বলেন, “২০১৮ সাল থেকেই বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি ঝাড়গ্রামে থেকেই আমি আর্চারির প্রশিক্ষণ নিচ্ছি এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এখানের কোচ থেকে শুরু করে সকলেই আমাদের সাহায্য করেন এবং পাশে থাকেন”।
advertisement
২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঝাড়গ্রামের আদিবাসী ছেলেমেয়েদের প্রতিভাকে সামনে তুলে আনার জন্য শুরু হয় বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি।
বর্তমানে ৫০ জন আর্চারির প্রশিক্ষণ নিচ্ছেন, তার মধ্যে ৩২ জন ছেলে এবং ১৮ জন মেয়ে রয়েছে। বছরের বিভিন্ন সময় রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায়ই স্থান অধিকার করে থাকে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির তিরন্দাজরা ।
advertisement
বুদ্ধদেব বেরা
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 04, 2024 6:54 PM IST