TRENDING:

Awas Yojana: 'ওঁরা উড়িয়ে দিচ্ছে টাকা'! আবাস যোজনার টাকা নিয়ে বিস্ফোরক দাবি, কী চাইছে মহিলারা?

Last Updated:

Awas Yojana: দীর্ঘ কাঁটাছেড়ার পড় তৈরি হয়েছে আবাস যোজনার চূড়ান্ত তালিকা। এবার আর কিছুদিন পড় বাড়ি তৈরির জন্য মিলবে টাকা। এমতাবস্থায় বাড়ির পুরুষদের বদলে মহিলাদের ব্যাঙ্ক আ্যকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়ার দাবি তুলল মহিলারা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর: দীর্ঘ কাঁটাছেড়ার পড় তৈরি হয়েছে আবাস যোজনার চূড়ান্ত তালিকা। এবার আর কিছুদিন পড় বাড়ি তৈরির জন্য মিলবে টাকা। এমতাবস্থায় বাড়ির পুরুষদের বদলে মহিলাদের ব্যাঙ্ক আ্যকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়ার দাবি তুলল মহিলারা।
advertisement

ইতিমধ্যে এই মর্মে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির মহিলারা মথুরাপুর ২ বিডিও অফিসে লিখিত কাগজ জমা দিয়েছেন। মহিলাদের দাবি অনেকসময় দেখা গিয়েছে বাড়ির পুরুষদের আ্যকাউন্টে টাকা পাঠানো হলে। সেই টাকা তারা নষ্ট করে ফেলেন। অনেকে সেই টাকা তুলে নেশা করেন, কেউ আবার অন্য কিছু করেন। সেজন্য মহিলাদের আ্যকাউন্টে টাকা দিলে সেই টাকা সুরক্ষিত থাকবে।

advertisement

আরও পড়ুনঃ জিমের দরকার নেই, বাড়িতেই এই কাজ করুন! থলথলে মেদ গায়েব ১৫ দিনে! বড়দিনের আগেই চাবুক ফিগার

এদিকে এই দাবি সম্মিলিত কাগজ উর্ধ্বতন কর্তপক্ষের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন বিডিও। স্থানীয় বাসন্তী পাত্র জানিয়েছেন, বাড়ি তৈরি করার জন্য দীর্ঘদিন তাঁরাই আন্দোলন করেছেন। এখন শুনছেন চূড়ান্ত তালিকা প্রস্তুত হচ্ছে। সেই তালিকা অনুযায়ী বাড়ির মহিলাদের আ্যকাউন্টে টাকা দিলে খুবই ভাল হয়। এই দাবির সমর্থন জানিয়েছেন অনেক মহিলাই।

advertisement

আরও পড়ুনঃ ‘তোমাকে সবসময় সঙ্গে রাখব…’, ভোর ৪.১০ মিনিট, জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারালেন বৈশাখী

রঞ্জিতা সামন্ত নামে অপর এক মহিলা জানিয়েছেন, এই দাবি সঠিক। অনেক ক্ষেত্রে বাড়ির পুরুষদের আ্যকাউন্টে টাকা গেলে সত্যিই সেই টাকা নষ্ট হয়। সেজন্য মহিলাদের আ্যকাউন্টে টাকা দিলে টাকা সুরক্ষিত থাকবে।

নবাব মল্লিক

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Awas Yojana: 'ওঁরা উড়িয়ে দিচ্ছে টাকা'! আবাস যোজনার টাকা নিয়ে বিস্ফোরক দাবি, কী চাইছে মহিলারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল