Healthy Lifestyle: জিমের দরকার নেই, বাড়িতেই এই কাজ করুন! থলথলে মেদ গায়েব ১৫ দিনে! বড়দিনের আগেই চাবুক ফিগার
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Healthy Lifestyle: বর্তমানে শরীরচর্চা আমাদের প্রত্যেকের করা উচিত। কিন্তু সময়ের অভাবে আমরা প্রতিদিন জিমে যেতে পারি না। এক্ষেত্রে বাড়িতে বসেই আপনি প্রতিদিন শরীরচর্চা করতে পারবেন।
advertisement
*কীভাবে বাড়িতে শরীর চর্চা করবেন এ বিষয়ে ড: রঞ্জন দাস জানান, শরীরকে সুস্থ ও মনকে নির্মল রাখতে শরীর চর্চার বিকল্প নেই। শরীর চর্চার উদ্দেশ্য হল শারীরিক সুস্থতা যা শারীরিক ব্যায়াম নির্ভর। এটি স্বাস্থ্য রক্ষা ও অঙ্গ-প্রত্যঙ্গ শক্তিশালী করার শক্তিশালী উপায়। তবে তার জন্য জিমে যাওয়ার দরকার নেই। দৈনন্দিন জীবনে কয়েকটি নিয়ম মেনে চললেই ফিট থাকা সহজ হবে। সংগৃহীত ছবি।
advertisement
*অফিস, মেট্রো, শপিং মল— প্রায় সব জায়গাতেই সিঁড়ি ও লিফ্ট, দুটাই থাকে। রোগা হওয়ার কথা ভেবে থাকলে কয়েক দিন এ সব জায়গায় লিফ্ট কিংবা এসক্যালেটরের বদলে সিঁড়ি ব্যবহার করতে পারেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করলে অনেকটাই শরীরচর্চার কাজ হবে। রোগা হওয়ার রুটিনে শরীরচর্চার ঘাটতি পূরণ করতে পারেন এ ভাবেই। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement