TRENDING:

Nadia News: পরিবার থেকে প্রতিবেশী, সব বাধা এড়িয়ে পুজোয় ঢাক বাজাচ্ছেন মহিলারা

Last Updated:

প্রথমের দিকে ঘরের মহিলাদের ঢাক বাজানো মেনে নিতে পারেননি পরিবার থেকে শুরু করে প্রতিবেশী কেউ। কিন্তু শুধুমাত্র সাবলম্বী হওয়ার কারণেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন মহিলাদের স্বনির্ভর করে তুলবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: টিভিতে ‘যমুনা ঢাকি’-এর গল্প তো অনেক দেখলেন, এবার শুনুন বাস্তবের চিত্রা ঢাকির কথা। মহিলা ঢাকিদের সত্যিকারের কেমন লড়াই করে টিকে থাকতে হয় তা কাটোয়ার চিত্রার মুখ থেকেই জেনে নিন। চিত্রা ঢাক বাজানোর প্রশিক্ষণ দিয়ে মহিলাদের ঢাক বাজানোয় স্বাবলম্বী করে তুলেছেন। শুধু তাই নয় তিনি পুরুষ ঢাকিদের‌ও একটি দল চালাচ্ছেন।
advertisement

আরও পড়ুন: বিনা খরচে খাল সংস্কার! রাজ্যে প্রথম ঘটবে এমন কাণ্ড

শান্তিপুর কাশ্যপপাড়া সার্বজনীন কালীপুজো কমিটি এবার তাদের ৭৭ তম বর্ষের পুজো উপলক্ষে চিত্রার দলের ১০ জন মহিলা ঢাকি এবং ১০ জন পুরুষ ঢাকিকে আমন্ত্রণ জানিয়েছিল। এই প্রসঙ্গে চিত্রাদেবী জানিয়েছেন, তাঁর দলে ৩০ জনেরও বেশি মহিলা আছেন।

advertisement

View More

প্রথমের দিকে ঘরের মহিলাদের ঢাক বাজানো মেনে নিতে পারেননি পরিবার থেকে শুরু করে প্রতিবেশী কেউ। কিন্তু শুধুমাত্র সাবলম্বী হওয়ার কারণেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন মহিলাদের স্বনির্ভর করে তুলবেন। শব্দ যাতে না হয় সে কারণে মেঝের উপর বালিশ দিয়ে ঢাক বাজানো অভ্যাস করতেন এবং এখনও নতুনদের সেভাবেই অনুশীলন করার পরামর্শ দিয়ে থাকেন চিত্রা। এদিকে সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের শিল্পী বলে মান্যতা দেওয়ার প্রচেষ্টা শুরু করার জন্য। যদিও এখনও শংসাপত্র হাতে পাননি। কিন্তু আশাবাদী যে খুব দ্রুত যাবতীয় প্রক্রিয়া মিটে তাঁরা শিল্পীর পরিচয় পত্র পেয়ে যাবেন। এর ফলে অন্যান্য শিল্পীদের মতো ঢাকিরাও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ঢাক বাজানোর আমন্ত্রণ পাবেন। তা ছাড়া পাবেন মাসিক ভাতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পরিবার থেকে প্রতিবেশী, সব বাধা এড়িয়ে পুজোয় ঢাক বাজাচ্ছেন মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল