আরও পড়ুন: বিনা খরচে খাল সংস্কার! রাজ্যে প্রথম ঘটবে এমন কাণ্ড
শান্তিপুর কাশ্যপপাড়া সার্বজনীন কালীপুজো কমিটি এবার তাদের ৭৭ তম বর্ষের পুজো উপলক্ষে চিত্রার দলের ১০ জন মহিলা ঢাকি এবং ১০ জন পুরুষ ঢাকিকে আমন্ত্রণ জানিয়েছিল। এই প্রসঙ্গে চিত্রাদেবী জানিয়েছেন, তাঁর দলে ৩০ জনেরও বেশি মহিলা আছেন।
advertisement
প্রথমের দিকে ঘরের মহিলাদের ঢাক বাজানো মেনে নিতে পারেননি পরিবার থেকে শুরু করে প্রতিবেশী কেউ। কিন্তু শুধুমাত্র সাবলম্বী হওয়ার কারণেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন মহিলাদের স্বনির্ভর করে তুলবেন। শব্দ যাতে না হয় সে কারণে মেঝের উপর বালিশ দিয়ে ঢাক বাজানো অভ্যাস করতেন এবং এখনও নতুনদের সেভাবেই অনুশীলন করার পরামর্শ দিয়ে থাকেন চিত্রা। এদিকে সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের শিল্পী বলে মান্যতা দেওয়ার প্রচেষ্টা শুরু করার জন্য। যদিও এখনও শংসাপত্র হাতে পাননি। কিন্তু আশাবাদী যে খুব দ্রুত যাবতীয় প্রক্রিয়া মিটে তাঁরা শিল্পীর পরিচয় পত্র পেয়ে যাবেন। এর ফলে অন্যান্য শিল্পীদের মতো ঢাকিরাও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ঢাক বাজানোর আমন্ত্রণ পাবেন। তা ছাড়া পাবেন মাসিক ভাতা।
মৈনাক দেবনাথ