TRENDING:

কালীপুজোর রাতে ডাইনি অপবাদ দিয়ে খুনের অভিযোগ দেওর-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে

Last Updated:

West Bengal news: কালীপূজার রাত্রে কুসংস্কারের বলি পুরুলিয়ার পাড়াতে। ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী এক মহিলাকে খুনের অভিযোগ দেওর-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে । কালীপূজার রাতে পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রামের ঘটনা। মৃতার নাম পদবী টুডু (৩৭)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, ইন্দ্রজিৎ রুজ: কালীপূজার রাত্রে কুসংস্কারের বলি পুরুলিয়ার পাড়াতে। ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী এক মহিলাকে খুনের অভিযোগ দেওর-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে । কালীপূজার রাতে পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রামের ঘটনা। মৃতার নাম পদবী টুডু (৩৭)।
ডাইনি অপবাদ দিয়ে খুনের অভিযোগ
ডাইনি অপবাদ দিয়ে খুনের অভিযোগ
advertisement

মৃতার স্বামী ও মেয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদবী টুডুকে ‘ডাইনি’ বলে অপবাদ দেয় তারই পরিবার এবং আত্মীয়দের একাংশ। সেই শত্রুতা থেকেই কালীপূজার রাতে পরিবারের মধ্যে ঝামেলা হয়। সেখানে পদবী টুডুকে অস্ত্র দিয়ে খুন করে বলে অভিযোগ। খবর পেয়ে পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুখ থেঁতলানো রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

advertisement

আরও পড়ুন: ভয়বাহ দুর্ঘটনা! উড়ে এল স্করপিও,রাস্তায় দাঁড়ানো ব্যক্তিকে টেনে নিয়ে ঢুকে গেল দোকানে,মৃত

জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনায় আট জনের নামে অভিযোগ হয়। মৃতার পরিবারের দুই মহিলা-সহ ছয় জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটি মেয়ের অসুস্থতাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: আলমারিতে আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয়ের ভাগ্নির দেহ! বাবা-সৎ মাকে মারধর

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্য দিকে, জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখার্জি জানান। গত চার বছর আগে আদ্রা থানা এলাকায় ডাইনি অপবাদে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছিল। মাঝে ছোটখাটো ঘটনা ঘটলোও খুনের মত ঘটনা উদ্বেগ জনক ঘটনা। কয়েক দিনের মধ্যেই জেলা বিজ্ঞান মঞ্চের প্রতিদিন গ্রামে যাবেন। ডাইনি অপবাদে জেলার বিভিন্ন গ্রামে নানা সমস্যা তৈরি হয় মূলত কুসংস্কার থেকেই ডাইনির জন্ম। সামাজিক এই ব্যাধি আগের তুলনায় কমে এসেছে বলে দাবি করেন নয়ন মুখার্জি। সূত্রের খবর তাদেরই পরিবারের কয়েকজন ঝাড়খণ্ডের বোখারোর জেনামোড এখানেই ও ওঝা দের ঘাটি। ডাইনি অপবাদের পর সীলমোহর দেয় ওঝারাই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালীপুজোর রাতে ডাইনি অপবাদ দিয়ে খুনের অভিযোগ দেওর-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল