আরও পড়ুন: শিলচরে গ্রেফতার তৃণমূল প্রতিনিধি দল
নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে, গত রবিবার গৃহবধূ তার আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে দুবরাজপুর হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে আবু বক্কর ওরফে ঝন্টু নামে এক যুবকের কথায় সারিবাগান এলাকায় তিনি বাস থেকে নেমে পড়েন। পরিবারের দাবি, ওই যুবকের সঙ্গে প্রায় ছ’মাস ধরে বিবাহ বর্হিভুত সম্পর্ক গড়ে উঠেছিল তার। এই নিয়ে পরিবারের লোকজন তাকে নিষেধও করেছিল একাধিকবার।
advertisement
আরও পড়ুন: গণতন্ত্র নেই, সুপার এমারজেন্সি চলছে’, শিলচরে গ্রেফতার নিয়ে বললেন মমতা
রবিবার বাস থেকে নামার পর মহিলার কোনও হদিশ মিলছিল না। সোমবার সকালে সিউড়ি সদর হাসপাতালে তাকে পাওয়া যায় অচৈতন্য অবস্থায়। ওই যুবক নিজেকে ওই গৃহবধূর স্বামীর পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। গৃহবধূর সঙ্গে তার শিশুকন্যাও ছিল।
আরও পড়ুন: পুলিশ ওদের হোটেলে রাখতে চাইছে, ওরা হোটেলে যাবে না: মমতা
পরিবারের দাবি, ওই মহিলাকে গনধর্ষণ ছাড়াও মারধর করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কাকড়তলা থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক যুবক ।