আরও পড়ুন: ধান ভাঙতে গিয়ে সর্বনাশ! মেশিনে থেকে আগুন লেগে পুড়ে ছাই সবকিছু
ওই ডেলিভারি সংস্থার অফিস সূত্রে জানা গিয়েছে, তাঁদের হেড অফিস বেঙ্গালুরুতে। সেখানে বসে সিসিটিভির মাধ্যমে অন্যান্য শাখা অফিসগুলি ও গোডাউনের উপর সর্বসময় নজরদারি চালানো হয়। সোমবার রাতে তেমনই নজরদারি চলার সময় হঠাৎ নজরে আসে, ফরাক্কার আলিনগরে সংস্থার অফিসে চুরির চেষ্টা হচ্ছে। বেঙ্গালুরু থেকে তখন ফরাক্কার ম্যানেজারকে ফোন করে বলা হয়, অফিসের মধ্যে দু’জন চোর আছে। এরপর স্থানীয় ম্যানেজার লোকজন নিয়ে অফিসে এসে হাজির হন। দেখেন, দেওয়াল কেটে দু’জন চোর ভিতরে ঢুকে পড়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জানা গিয়েছে, সকলে এসে পৌঁছানোর আগেই ওই দুই চোর ক্যাশ বাক্স ও পাঁচটি ডেলিভারি প্যাকেট ছিঁড়ে ফেলেছিল। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। একটু দেরি হলেই হয়তো তারা পগার পার হয়ে যেত। সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে, প্রায় ২৫-৩০ মিনিট অফিসের মধ্যে তাণ্ডব চালায় ওই দুই চোর। তবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত হাতেনাতে ধরা হয় তাদেরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কৌশিক অধিকারী





