TRENDING:

Winter In South Bengal : একধাক্কায় তরতরিয়ে নামছে তাপমাত্রা, দক্ষিণের নানা জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস, রইল ওয়েদার আপডেট

Last Updated:

Winter Weather Alert: রেকর্ড শীত পড়তে চলেছে দক্ষিণের জেলাগুলিতে, শৈতপ্রবাহের সম্ভাবনা এই জেলাগুলিতে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলল শীতের দেখা। হালকা কুয়াশায় ঢেকেছে ভোরের রাস্তা। সকাল থেকে ঝলমলে রোদ উঠলেও সন্ধে নামতেই পশ্চিমী হাওয়ার দাপট বাড়ছে জেলা পুরুলিয়ায়। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে  ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে  পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে পা মিলিয়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
advertisement

দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। ধীরে, ধীরে তাপমাত্রার পারদ আরও কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে শীতের প্রভাব অনেকটাই বেশি দেখা যাবে। বাড়বে কুয়াশার দাপট। তবে চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের লক্ষ্য করা যাবে না।  শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণের জেলা জুড়ে।

advertisement

আরও পড়ুন – Lakhpati By Cultivating Coconut Tree: শুধু শুধুই পড়ে আছে জমি, সুন্দরবনের শিক্ষক দেখাচ্ছেন লাখপতি হওয়ার পথ, নারকেল চাষেই মালামাল

অন্যদিকে উত্তরবঙ্গ মুড়েছে ঘন কুয়াশার চাদরে। উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে জাঁকিয়ে শীতের আমেজ রয়েছে। আবহাওয়া শুষ্ক থাকবে। নেই বৃষ্টির সম্ভাবনা। জাঁকিয়ে শীতের অনুভূতি হচ্ছে উত্তরের জেলা গুলিতে।‌আপাতত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলবে না।

advertisement

View More

তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ চলছে।  দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু‌ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে দেখা যাবে। শীতের প্রভাব পরছে দক্ষিণের সর্বত্র।

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু শুধুই পড়ে আছে জমি, সুন্দরবনের শিক্ষক দেখাচ্ছেন লাখপতি হওয়ার পথ,নারকেল চাষেই মালামাল
আরও দেখুন

Sharmistha Banerjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter In South Bengal : একধাক্কায় তরতরিয়ে নামছে তাপমাত্রা, দক্ষিণের নানা জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস, রইল ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল