দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। ধীরে, ধীরে তাপমাত্রার পারদ আরও কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে শীতের প্রভাব অনেকটাই বেশি দেখা যাবে। বাড়বে কুয়াশার দাপট। তবে চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের লক্ষ্য করা যাবে না। শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণের জেলা জুড়ে।
advertisement
অন্যদিকে উত্তরবঙ্গ মুড়েছে ঘন কুয়াশার চাদরে। উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে জাঁকিয়ে শীতের আমেজ রয়েছে। আবহাওয়া শুষ্ক থাকবে। নেই বৃষ্টির সম্ভাবনা। জাঁকিয়ে শীতের অনুভূতি হচ্ছে উত্তরের জেলা গুলিতে।আপাতত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলবে না।
তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ চলছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে দেখা যাবে। শীতের প্রভাব পরছে দক্ষিণের সর্বত্র।
Sharmistha Banerjee






