TRENDING:

Vegetable : অসাধারণ ফলনের গোপন রহস্য ফাঁস, শীতে সবজি চাষে লাভ রাখার জায়গা থাকবে না! সেরা টেকনিক দিলেন বিশেষজ্ঞ

Last Updated:

Vegetable Farming : শীতের সবজি চাষ করে পাওয়া যায় মোটা লাভ! কৃষি বিজ্ঞানের নিয়মে চাষ করলে ফলন হবে দেখার মতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা : শীতের সবজি চাষ শুরু হয়ে গিয়েছে। কীভাবে এই শীতে সবজি চাষ করলে ফসল ভাল হবে, তার পরামর্শ দিলেন কৃষি বিশেষজ্ঞ। কিছু পরিকল্পনা করে সবজি বাগান করলে সারা বছরই ফলন পাওয়া যাবে। উত্তর জলবায়ুতে গাছপালা দীর্ঘকাল ধরে বৃদ্ধি পায় এবং শীতকালীন ফসলে জলের প্রয়োজন কম হয়।
advertisement

শীতের সময় মাটিতে আর্দ্রতা বেশি এবং সবজি বাগানে আগাছা কম থাকে। কীটপতঙ্গ এবং রোগের পরিমাণ অন্য সময়ের থেকে কম থাকে। ফলে শীতকালীন সুরক্ষা পদ্ধতিগুলি মেনে চললে ফসল রক্ষা করার করা যেতে পারে সহজে। মূলত শীতকালে মটরশুটি, পালং শাক, সবুজ বাঁধাকপি, ওলকপি ফসল বেশি চোখে পড়ে। তবে কিছু কিছু গাছ আছে, যা সরাসরি জমিতে রোপন করা যায় না। প্রথমে বীজতলায় বিশেষ পরিচর্যার মাধ্যেমে চারা তৈরি করে নেওয়া হয়। পরবর্তিতে জমিতে রোপন করা হয়।

advertisement

আরও পড়ুন : একবার ঢুকলে বেরোতে মন চাইবে না! বর্ধমানে জমজমাট মেগা ফুড ফেস্ট, এত খাবার দেখে পেটুকদের পোয়া বারো

এছাড়াও বেগুন, ফুলকপি, বাধাকপিসহ আরও অনেক গাছের চারা বীজতলায় তৈরি করা হয়ে থাকে। বিশেষ পরিচর্যার মাধ্যেমে বীজ থেকে রোপন উপযুক্ত চারা তৈরি করা হয়। বীজতলা তৈরিতে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। বীজতলার জন্য কেমন জায়গা নির্বাচন করতে হবে, কত বড় জায়গা জুড়ে বীজতলা হবে, মাটি শোধণ কীভাবে করা হবে, বীজতলা কীভাবে প্রস্তুত করা হবে সেই বিষয়গুলির ওপর জোর দিতে হবে। কী কী সার দিতে হবে, বপনের আগে বীজ কীভাবে প্রস্তুত করতে এই বিষয়গুলিও মাথায় রাখা উচিত।

advertisement

View More

আরও পড়ুন : কার্তিক পুজো তো ছিল, কিন্তু লড়াইয়ের উল্লেখ নেই! কাটোয়ায় এত বড় বদলের ইতিহাস সামনে আনলেন গবেষক

বীজতলার জন্য অবশ্যই অবশ্যই ছায়া মুক্ত উচু যায়গা নির্বাচন করতে হবে। পরিচর্যার সুবিধার্থে আদর্শ বীজতলার মাপ দেওয়া হয়েছে ১ মিটার প্রস্থ ও ৩ মিটার দৈর্ঘ্য। নির্দিষ্ট জায়গা চাষ দিয়ে বা কোদাল দিয়ে বার বার কুপিয়ে মাটি একেবারে গুড়ো করে নিতে হয়। অনেকে বীজতলার মাটি চালুনি দ্বারা চেলে নেন। এটা খুবই উত্তম পদ্ধতি। বীজতলায় রাসায়নিক সার মোটেও দেওয়া যাবে না।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সহজ নিয়ম মানলে ফলন হবে দেখার মতো, শীতে সবজি চাষ করেই 'মালামাল'
আরও দেখুন

তবে জৈব সার ১০×৩ ফুটের বীজতলায় ২-৩ কেজি হারে প্রয়োগ করা উত্তম। এর সঙ্গে ২০-৩০ গ্রাম কার্বোফুরান দিতে হবে। তবে মাটি একেবারে অনুর্বর হলে বীজ বপনের ২-১ সপ্তাহ আগে সামান্য পরিমানে পটাশ ও টিএসপি সার ভালভাবে মিশিয়ে দেওয়া যেতে পারে। বীজতলা তৈরি ও চারার পরিচর্যা সম্পর্কে সঠিক ভাবে জেনে কাজ শুরু করলেই ক্ষতির হাত থেকে বাঁচা ‌যাবে ও লাভবান হবেন কৃষকরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetable : অসাধারণ ফলনের গোপন রহস্য ফাঁস, শীতে সবজি চাষে লাভ রাখার জায়গা থাকবে না! সেরা টেকনিক দিলেন বিশেষজ্ঞ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল