এই উইন্টার ক্যাম্পে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইনস্ট্রাক্টররা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যারাটে সংগঠনের পক্ষ থেকে সুপ্রতিম মিত্র, ভাইস প্রেসিডেন্ট কাজল দে, পিআরও তিলোত্তমা মিত্র, সুকুমার নস্কর সহ আরও অনেকেই।
আরও পড়ুন- আইসি-র কলার ধরে টান, গ্রাম্য বিবাদে রণক্ষেত্র সিউড়ি! পাল্টা লাঠি চার্জ পুলিশের
advertisement
রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে এক ছাতার তলায় আনা, এবং সর্বত্র একই পদ্ধতি অবলম্বন করা সহ আরও একাধিক বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন উদ্যোক্তারা। সেই সঙ্গে নতুন টেকনিকের ব্যবহার দেখানো হয়েছে।
এভাবে সকলে একত্রিত হয়ে প্রশিক্ষণ দিলে যে সার্টিফিকেট গুলি প্রদান করা হবে তার গুরুত্ব থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সেই সার্টিফিকেট দেখিয়ে একাধিক চাকরির পরীক্ষায় সহজে প্রবেশ করা যাবে। ফলে সকলকে এক ছাতার তলায় আসতে হবে।
আরও পড়ুন- কারও প্ররোচনায় পা নয়, আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী, সীমান্ত সুরক্ষায় জমি দিল রাজ্য
এই ধরণের ক্যাম্পের গুরুত্ব রয়েছে বলে জানিয়েছেন লক্ষীকান্তপুরের সেনসি (ক্যারাটে প্রশিক্ষক) সুকুমার নস্কর। তিনি জানিয়েছেন এই ক্যাম্পগুলিতে যেরকম রাজ্যের বিভিন্ন জায়গার ইন্সট্রাক্টররা এক হয়ে তাদের মত বিনিময় করেন। তেমন স্থানীয় ছাত্র-ছাত্রীরা অনেক কিছু নতুন টেকনিক শিখতে পারে। এখন দেখার ভবিষ্যতে এই ক্যাম্পের আয়োজন কতটা ফলপ্রসূ হয়।
নবাব মল্লিক