কারও প্ররোচনায় পা নয়, আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী, সীমান্ত সুরক্ষায় জমি দিল রাজ্য

Last Updated:

বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। তার পরেই নদিয়ার করিমপুরে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

সীমান্ত সুরক্ষায় জমি দিল রাজ্য
সীমান্ত সুরক্ষায় জমি দিল রাজ্য
আবীর ঘোষাল, কলকাতা: বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছিল তারা। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। তার পরেই নদিয়ার করিমপুরে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি দেওয়া হচ্ছে তাদের। সেই জমিতে নতুন আউটপোস্ট তৈরি হবে বলে সূত্রের খবর। তবে এ বিষয়ে এখনও বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নদিয়া জেলায় প্রায় ২১৬ কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে এখনও প্রায় ২০.৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি বলে বিএসএফ সূত্রে খবর। কাঁটাতার ছাড়া সীমান্ত রয়েছে করিমপুরেও। সেখানে আউটপোস্ট তৈরি করতে চেয়েছিল বিএসএফ। কারও প্ররোচনায় পা দিয়ে সীমান্তের ওপারে যাওয়া চলবে না। গত সপ্তাহে জেলা সফরে মুর্শিদাবাদে সরকারি কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষকে এই বলেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কারও কারও লক্ষ্য হল দুই দেশের মধ্যে গন্ডগোল বাধিয়ে সরে পড়া। তাই কোনও মতেই প্ররোচনায় পা দেওয়া চলবে না। তবে সীমান্তে শান্তিরক্ষার ভার নেওয়ার জন্য তিনি সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কেই এগিয়ে আসতে বলেছেন। এর আগে বিএসএফ-এর দিকে আঙুল তুললেও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, সীমান্ত দেখবে বিএসএফ-ই।
advertisement
advertisement
সীমান্তে শান্তিরক্ষা নিয়ে সাধারণ মানুষকে বার্তা দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, ‘‘মুর্শিদাবাদের ও পারে বাংলার সীমান্ত রয়েছে। সেই সীমান্ত বিএসএফ দেখুক। আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখব।’’ তার পরেই সাধারণ মানুষকে সতর্কও করেছেন মমতা। তিনি বলেন, ‘‘দয়া করে কারও প্ররোচনায় পা দিয়ে ও দিকে যাবেন না। কারণ অনেকের উদ্দেশ্য হল দাঙ্গা লাগিয়ে, দুই দেশের মধ্যে গন্ডগোল বাধিয়ে সরে পড়া। আমি চাই সীমান্তে বিএসএফ দায়িত্ব নিক, যাতে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়। আমি লোকাল পুলিশকে বলব, তাঁরা যেন মাইকিং করে ফিরে আসতে বলেন।’’ আইন হাতে তুলে নিতেও বারণ করেছেন মুখ্যমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কারও প্ররোচনায় পা নয়, আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী, সীমান্ত সুরক্ষায় জমি দিল রাজ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement