৪০ বছর বয়সী রবি প্রসাদ এর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই মাঝেমাঝেই রবির সঙ্গে বিকাশের ফোনে ঝামেলা চলত। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় বলে জানা যায়।
১৮ মাস আগে সমাহিত শিশুর দেহ তোলা হচ্ছে মাটি খুঁড়ে! হবে ময়নাতদন্ত, অভিযোগের আঙুল বাবার দিকে!
advertisement
‘৭০ হাজার না দিলে গাড়ি ছাড়ব না!’ পুলিশের ঘুষকাণ্ডে ফাঁসলেন দুই অফিসার…বীরভূমে তোলপাড়!
তার পর অন্যত্র থাকা রবি দলবল নিয়ে কাসুন্দিয়ায় বিকাশের ফ্ল্যাটে হাজির। এখানেই বিকাশ এবং রবির মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর পরিস্থিতি হাতাহাতি, তার পর আচমকা বিকাশ একটি ছুরি দিয়ে রবিকে কোপাতে থাকে বলে অভিযোগ।
এরপর রক্তাক্ত অবস্থায় রবি লুটিয়ে পড়ে ও ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরই বিকাশ নিজের ফ্ল্যাট থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। এরপর তল্লাশি শুরু করে পুলিশ, কিছুক্ষণের মধ্যেই হাওড়া থানায় এলাকার একটি ঝোপ থেকে পলাতক বিকাশকে ছুরি সহ বিকাশকে গ্রেফতার করে পুলিশ।