পূর্ব বর্ধমানের কালনার নন্দগ্রামে এক অভাবনীয় ঘটনা। অসুস্থতা সারাতে ও পড়াশোনায় উন্নতি হবে, এই মিথ্যে আশ্বাসে জড়িবুটির ওষুধ খাইয়ে গোটা পরিবারকে অচৈতন্য করে চম্পট দিল মহিলা দুষ্কৃতী। মন্ত্রপড়া ওষুধের মোহে পড়ে সর্বস্ব হারাল এক পরিবার।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালনার নন্দগ্রামে অঞ্জলী দেবনাথের বাড়িতে। আক্রান্তদের মধ্যে থেকে মেঘা মজুমদার কিছুটা সুস্থ হয়ে বলেন, “রবিবার সন্ধ্যেয় আমি বাড়ি ফিরে দেখি বাড়িতে দুজন মহিলা এসেছে। সম্পর্কে একজন আমার দিদা এবং আর একজন মহিলা তাঁর সঙ্গে এসেছিল। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হল, গল্প হল। তার পর ওই দিদার সঙ্গে যে মহিলা এসেছিল সে আমার দিদাকে বলে আমি তোমাকে একটা ওষুধ দেব সেটা খেলে সুস্থ হয়ে যাবে। তার পরই সেই রাতেই ওই ওষুধ খেয়ে আমি আমার দিদা এবং আরেকটা দিদা তিনজনই ঘুমিয়ে পড়ি। পরেরদিন দুপুরে উঠে দেখি গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে রয়েছে।”
advertisement
আরও পড়ুন- লর্ডসে তৃতীয় টেস্টের দল ঘোষণা! সিরিজে লিড নিতে বড় চমক! জেনে নিন বিস্তারিত
ওই ওষুধে শিউলি ফুলগাছের পাতা, চিনি ও হলুদের মিশ্রণ ছিল বলে জানায় সেই মহিলা। দুষ্কৃতী মহিলা জানিয়েছিল, এই ওষুধ খেলে শরীরের যন্ত্রণা কমবে ও পড়াশোনায় নাকি ভাল ফল হবে! তবে ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনজনই অচৈতন্য হয়ে পড়েন। সেই সুযোগে সোনার গহনা ও অন্য মূল্যবান সামগ্রী নিয়ে রাতের অন্ধকারে চম্পট দেয় ওই মহিলা। সোমবার দুপুরে তিনজনের জ্ঞান ফেরে, ততক্ষণে সর্বস্ব লুঠ হয়ে গেছে। বর্তমানে প্রত্যেকেই কালনা মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিশ্বাসের সুযোগ নিয়ে এমন প্রতারণা ও ডাকাতিতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।
বনোয়ারীলাল চৌধুরী