মঙ্গলবার রাতের ব্যস্ত সময়ে রুইনান বাজার সংলগ্ন এলাকায় দুটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চারজন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁটাখালির দিক থেকে মালবোঝাই করে আসা একটি পিকআপ ভ্যান সবংয়ের দিকে যাচ্ছিল। অভিযোগ, রুইনার বাজার এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোটা হাতি গাড়িতে সজোরে ধাক্কা মারেন পিকআপ ভ্যানের চালক।
advertisement
আচমকা সজোরে ধাক্কার জেরে মুহূর্তের মধ্যে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে–মুচড়ে ভেঙে পড়ে। ধাক্কার প্রবল শব্দে কান ফাটে এলাকাবাসীর। বাজার ও আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করেছে সবং থানার পুলিশ।
