Siliguri News: শিলিগুড়িতে দেশবন্ধু ফ্লাইওভারের কাছে রক্তাক্ত দেহ উদ্ধার! বিয়েবাড়ি থেকে ফেরার পথে যুবকের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri News: সোমবার রাত ১টা নাগাদ শিলিগুড়ির দেশবন্ধু-চিত্তরঞ্জন দাস ফ্লাইওভার সংলগ্ন রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩০)। বিয়েবাড়ি থেকে ফেরার পথে এমন অঘটন।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: গভীর রাতে শিলিগুড়ি শহরে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩০)। বাড়ি শিলিগুড়ির ডাঙ্গীপাড়া এলাকায়।
সোমবার রাত ১টা নাগাদ শিলিগুড়ির দেশবন্ধু–চিত্তরঞ্জন দাস ফ্লাইওভার সংলগ্ন রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। নিয়মিত টহলের সময় শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের ভ্যানের নজরে আসে দেহটি। এরপর দ্রুত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। যুবকের কাছ থেকে পাওয়া মোবাইল ফোন ও পরিচয়পত্রের সূত্রে পুলিশ যোগাযোগ করে পরিবারের সঙ্গে। খবর পেয়ে রাতেই থানায় ভিড় করেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ বাউল শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার! স্বনামধন্য বাউল সাধিকার স্বামীর আকস্মিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে হতবাক তাঁর পরিবার। তাঁদের দাবি, সাদ্দাম পুরোপুরি সুস্থ ছিলেন এবং কোনও অসুস্থতা বা ঝামেলার কথা পরিবার জানত না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাইরাল হতেই দাম বেড়ে দ্বিগুণ! বছর শেষের নয়া ট্রেন্ড ‘বানি ইয়ার মাফস’, মালামাল হচ্ছেন ব্যবসায়ীরা
মৃতের একটি ছোট সন্তান রয়েছে। হঠাৎ এই মৃত্যুর খবরে ডাঙ্গীপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। গত রাত থেকে জেলা হাসপাতালের মর্গে রাখা ছিল দেহ। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দেহে প্রাপ্ত আঘাতের কারণ জানতেও অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের।
অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হওয়ায় একাধিক দিক খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের দাবি, “এটা কোনও সাধারণ দুর্ঘটনা নয়, এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
December 02, 2025 5:55 PM IST

