Viral Winter Clothes: ভাইরাল হতেই দাম বেড়ে দ্বিগুণ! বছর শেষের নয়া ট্রেন্ড 'বানি ইয়ার মাফস', মালামাল হচ্ছেন ব্যবসায়ীরা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
West Bardhaman Viral Winter Clothes: সোশ্যাল মিডিয়ার দৌলতে এবার মালামাল হচ্ছেন শীতবস্ত্র ব্যবসায়ীরা। ভাইরাল হতেই দাম বাড়ছে চড়চড়িয়ে। বাচ্চা থেকে তরুণী সকলের মন কেড়েছে বানি ইয়ার মাফস।
পশ্চিম বর্ধমান, দুর্গাপুর,দীপিকা সরকার: স্মার্ট যুগে সোশ্যাল মিডিয়ায় আজকাল শীতবস্ত্রও ভাইরাল হয়ে উঠছে। আর কচিকাঁচাদের ওই বিশেষ শীতবস্ত্র ফেসবুক, ইন্সটাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দুর্গাপুরের বাজারগুলিতে এর চাহিদার পারদ চড়ছে হু হু করে। হঠাৎই একলাফে মূল্য বৃদ্ধি হয়ে দিগুণ হয়েছে। জোগান কমে আসায় আরও দাম বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। খরগোশের কানের সাদৃশ্য ওই বিশেষ শীতবস্ত্রের নাম ‘বানি ইয়ার মাফস’।
যা একপ্রকার কান ঢাকা। ইতিমধ্যেই বাজারহাট-সহ সোশ্যাল মিডিয়ায় আশা করি সকলেরই নজরে পড়েছে। এই কান ঢাকাটিতে থাকা খরগোশের কানদুটি নড়াচড়া করে। এই বানি ইয়ার মাফসটি পরে বিভিন্ন গানের তালে তালে কান নাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় রিলস বানাচ্ছে ছোট বড় সকলেই। যা মুহুর্তে ভাইরাল হচ্ছে। আর ভাইরাল হতেই হু হু করে ট্রেন্ডিং ওই ইয়ারমাফ কেনার হিড়িক পড়ে গিয়েছে শিল্পাঞ্চলবাসীর মধ্যে।
advertisement
আরও পড়ুনঃ নলেন গুড় তো অনেক খেয়েছেন! সবচেয়ে সুস্বাদু জিরেন কাটের গুড় খেয়ে দেখুন, একবার খেলে জিভে লেগে থাকবে স্বাদ
হঠাৎ করে অতিরিক্ত চাহিদা বৃদ্ধি পেতেই লাফিয়ে লাফিয়ে মূল্যবৃদ্ধি হচ্ছে এই ইয়ারমাফটির। মাত্র এক সপ্তাহে দাম বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। দুর্গাপুরের বেনাচিতি বাজারের শীতবস্ত্র বিক্রেতাদের সূত্রে জানা গিয়েছে, শীতের মরশুমে প্রতিবছরই বাজারে এসেছে নানান নিত্যনতুন টুপি, মাফলার ও রকমারি ইয়ারমাফস। সেইমতো গতবছরই এই কানঢাকাটি বাজারে এসেছিল। ওই সময় তার বাজার মূল্য ছিল মাত্র ৮০ থেকে ১০০ টাকা। তবে সেবার এই কানঢাকা সেই ভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। যার কারণে তেমন চাহিদাও ছিল না। এই বছর শীতের মরশুমের শুরুতে স্বাভাবিকভাবেই ফের বাজারে আসে এই কানঢাকা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বক্সা পাহাড়ে মিলন উৎসব! পর্যটকদের ভিড়ে জমজমাট ডুকপা ফেস্টিভাল! তাক লাগানো তিরন্দাজি প্রতিযোগিতা, রইল ছবি
এই বছর খানিকটা মূল্য বৃদ্ধি হয়ে দাম হয়েছে একশো থেকে দেড়শো টাকা। কিন্তু একটি বাচ্চা মেয়ের ওই বানি ইয়ার মাফসটি পরে সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট হয়। আচমকা ওই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়ে যায় বছর শেষের নতুন ট্রেন্ড। ছোটদের শীতবস্ত্র হলেও বাঁধ ভেঙে এই বানি ইয়ারমাফস কিশোরী থেকে যুবতীদের কানে ঝুলতে শুরু করেছে এখন। বানি ইয়ারমাফস পরে শুরু হয় নানান গানের ও মিউজিকের সঙ্গে অঙ্গভঙ্গীমা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই সমস্ত ভিডিওর জনপ্রিয়তা বাড়তে থাকায় এর চাহিদা হু হু করে বাড়তে থাকে বাজারে। চাহিদার থেকে বাজারে আমদানি কম থাকায় স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি পায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কয়েক মাসের মধ্যেই দেড়শো টাকার জিনিসটির দাম বেড়ে হয়ে যায় ৩০০ থেকে সাড়ে তিনশো টাকা। শীতবস্ত্র বিক্রেতাদের দাবি, আগে কখনও কোনও শীতবস্ত্রের এই ভাবে চাহিদা বাড়তে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ার দৌলতে বানি ইয়ার মাফস আকর্ষণীয় ফ্যাশন আইটেম হয়ে উঠেছে। যা হু হু করে বিকোচ্ছে বাজারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
December 02, 2025 12:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Winter Clothes: ভাইরাল হতেই দাম বেড়ে দ্বিগুণ! বছর শেষের নয়া ট্রেন্ড 'বানি ইয়ার মাফস', মালামাল হচ্ছেন ব্যবসায়ীরা
