Nolen Gur: নলেন গুড় তো অনেক খেয়েছেন! সবচেয়ে সুস্বাদু জিরেন কাঠের গুড় খেয়ে দেখুন, একবার খেলে জিভে লেগে থাকবে স্বাদ

Last Updated:

South 24 Parganas Nolen Gur: শীতকাল মানেই নলেন গুড় আর গুড়ের তৈরি হরেক মিষ্টি। তবে নলেন গুড় তো অনেক খেয়েছেন। জিরেন কাঠের নলেন গুড়ের নাম শুনেছেন! সব ধরনের গুড়কে টেক্কা দেবে এই গুড়ের স্বাদ। কীভাবে তৈরি হয় জানেন?

+
কীভাবে

কীভাবে তৈরি হয় নলেন গুড়

জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: শীতের লোভনীয় খাবারের মধ্যে সবথেকে অন্যতম জয়নগরের মোয়া। আর এই জয়নগরের মোয়া মানেই কনকচূর ধান আর নলেন গুড়। নলেন গুড় তো অনেক খেয়েছেন। তবে জিরেন কাঠের নলেন গুড়ের নাম শুনেছেন! সব ধরনের গুড়কে টেক্কা দেবে এই জিরেন কাঠের নলেন গুড়।
বাঙালির কাছে শীতের আগমন মানেই নলেন গুড় বা খেজুর গুড়। নলেন গুড় বা তার থেকে তৈরি বিভিন্ন মিষ্টি শীতকালের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর স্বাদ, গন্ধ এমন যে জিভে জল চলে আসে। খেজুর গুড়কেই নলেন গুড় বলে অর্থাৎ খেজুর গাছের রস থেকে তৈরি হয় এই গুড়। কিন্তু নলেন গুড় তৈরি করা হয় কীভাবে তা অনেকেই জানেন না। জিরেন কাঠের গুড়ই বা কীভাবে তৈরি হয়। জেনে নিন সেই পদ্ধতি।
advertisement
আরও পড়ুনঃ যে রাঁধে সে চুলও বাঁধে! সন্তান-সংসার সামলে নিজ উদ্যোগে স্বাবলম্বী, বাড়ি বসেই মোটা আয়ের দিশা দেখাচ্ছেন আসানসোলের গৃহবধূ
নলেন গুড় তৈরি করার বেশ কয়েকটি ধাপ আছে। এর প্রথম ধাপ হল ‘গাছ কাটা’। হেমন্তের হিমেল হাওয়া যখন হালকা শীতের প্রভাব ফেলতে শুরু করে, সেই সময় থেকেই এই কাজ শুরু করতে হয় শিউলিদের। গাছ কেটে রস বেরনোর পথ তৈরি করার পর বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। শীতের শুরু থেকেই গাছে রস আসতে শুরু করে। তখন শুরু হয় নলেন গুড় তৈরির দ্বিতীয় ধাপ। সূর্য ডোবার আগে মাটির কলসি গাছে এমন ভাবে ঝুলিয়ে দিতে হয় যাতে কলসির মুখটা কাঠির নিচে থাকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারারাত ধরে কলসিতে জমা হতে থাকে রস। পরদিন ভোরবেলা, সূর্যের আলো ফোটার আগে গাছ থেকে কলসি নামিয়ে নিতে হয়। এই ধরনের পদ্ধতিতে সাধারণ নলেন গুড় হয়। তবে জিরেন কাটের গুড় খেতে গেলে এই পদ্ধতিতে ওই গাছকে তিন থেকে চার দিন বিশ্রাম দেওয়ার পর আবারও যে রসটি পাড়া হয় যেটা দিয়ে গুড় তৈরি হয় তাকেই বলা হয় জিরেন কাঠের গুড় বলে। আর এই গুড়ের স্বাদের আলাদা মাত্রা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nolen Gur: নলেন গুড় তো অনেক খেয়েছেন! সবচেয়ে সুস্বাদু জিরেন কাঠের গুড় খেয়ে দেখুন, একবার খেলে জিভে লেগে থাকবে স্বাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন
জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ?
  • জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে !

  • সব জেলাতেই কুয়াশা,

  • কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement