আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ধমকের পর ভাড়া কমল বাগডোগরা-কলকাতাগামী বিমানের! ১৮ হাজার কমে ভাড়া এখন ৫ হাজারেরও কম!
বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে প্রাণীটিকে। তবে জঙ্গলমহলে সচরাচর এমন প্রাণী দেখা যায় না। কোথা থেকে এল এটা ,তার খোঁজ করছে বন বিভাগ। মাঠে ধান কাটার সময় হঠাৎ বেরিয়ে আসে বিশাল আকৃতির এক অজগর সাপ। যে কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল কেশিয়াড়ির সুবর্ণরেখা নদী তীরবর্তী আমিলাশাই গ্রামে। মাঠে ধান কাটার সময় হঠাৎই দেখতে পাওয়া যায় বিশাল আকৃতির এই অজগর সাপটিকে। ধান চাষের জমিতে এই অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন জমিতে কাজ করতে যাওয়া লোকজনেরা। আর এই ঘটনার পর চাঞ্চল্য সৃষ্টি হয়।
advertisement
বন বিভাগে খবর দিলে বন কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, ধান চাষের জমিতে ধান কাটার কাজ চলছে। তখন হঠাৎ মাঠে দেখা যায় প্রায় ৬ ফুট লম্বা, ১৫ কেজি ওজনের এই অজগর সাপটিকে। প্রথমে সবাই আতঙ্কিত হয়ে পড়লেও পরে সাপটিকে উদ্ধার করে এনে বন কর্মীদের হাতে তুলে দেয় স্থানীয়রা। ইতিমধ্যেই কেশিয়াড়ি বনবিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে এসেছে। যথাযথ চিকিৎসা এবং পরিচর্যার পর সাপটিকে মুক্ত করে দেওয়া হবে। বেশ কিছুজন মনে করছে পাশে সুবর্ণরেখা নদী থাকার কারণে নদী থেকে আসতে পারে এই সাপটি। তবে সচরাচর কেশিয়াড়ি এলাকায় দেখা যায় না অজগর।
বিষাক্ত বেশ কিছু সাপ থাকলেও অজগর সাপের দেখা মেলে না এই এলাকায়। কোথা থেকে এল এই সাপটি? আরও কি সাপ রয়েছে? তার খোঁজ চালাচ্ছে বনকর্মীরা।
তবে সাত সকালে ধান চাষের জমিতে দীর্ঘ এই অজগর সাপ উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এলাকার মানুষ।





