গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কয়েকদিন আগে নদিয়াতেও এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল। জানা যায়, গায়ের উপরে টেবিল ফ্যান পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী এক মহিলার। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। ঘটনাটি ঘটেছিল শান্তিপুর থানা এলাকার কন্দ খোলা নতুন পাড়া এলাকার। জানা যায়, ওই দিন সকাল দশটা নাগাদ অষ্টমী মজুমদার ঘরের ভেতরেই টেবিল ফ্যান চালিয়ে ঘর পরিষ্কার করছিলেন। মেয়ে জামাই আসবে বলে তাঁর স্বামী বাজারে গিয়েছিলেন বাজার করতে।
advertisement
আরও পড়ুন: মিতালি রাজ হয়ে পর্দায় তাপসী, মুক্তি পেল সৃজিত পরিচালিত ছবির ট্রেলার! দেখুন
সেই সময় ওই টেবিল ফ্যান টি অসাবধানতাবশত অষ্টমী মজুমদারের গায়ের উপরে পড়ে যায়। কিছুটা সময় বাদে তার স্বামী বাড়িতে এসে দেখেন ঐ মহিলা পড়ে রয়েছেন এবং তার গায়ের উপরে টেবিল ফ্যানটি বিদ্যুৎ সংযোগ অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ছুটে আসে এলাকার লোকজন । এরপর ওই মহিলাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়।
আরও পড়ুন: বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর, সামনে এল 'শামসেরা'-র ঝলক! দেখুন
প্রসঙ্গত, এর আগেও অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলায় মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। বিশেষত বর্ষাকালে ভেজা শরীরে ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দেওয়ার ফলে এর আগেও একাধিক মৃত্যুসংবাদ এসেছে। এছাড়াও কোন পুরোনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতির তার ছেঁড়া থাকলে সেটি ব্যবহার করতে বারণ করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও কোনরকম ভেজা শরীরে ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দেয়াও উচিত নয় বলে জানান তাঁরা।