অধ্যাপক নারায়ণ দীর্ঘ বেশ কয়েক দশক ধরে নিজের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ন্যানোম্যাটেরিয়ালস, পলিমার এবং শক্তি উপাদানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অসামান্য গবেষণা সারা দেশের পাশাপাশি সারা ভারতে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যা আগামীতে নতুন ধারণা দেবে। আইআইটি সূত্রে খবর, অধ্যাপক নারায়ণের এই গবেষণা শক্তি উপাদান এবং পলিমার পুনর্ব্যবহারের ক্ষেত্রে উপযোগী।
advertisement
আরও পড়ুন: সোনাঝুরি হাটের আদলে অভিনব হাট হাওড়ায়! শীতের মরশুমে চলছে দারুণ বিকিকিনি, চলবে আর মাত্র কয়েকদিন
পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়গপুরের এই অধ্যাপকের শক্তিশালী গবেষণা পরিবেশকে আরও তুলে ধরে। আইআইটি সূত্রে খবর, অধ্যাপক দাস একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, যিনি পলিমারিক উপকরণ, ন্যানোম্যাটেরিয়ালস, সেন্সর, শক্তি উপাদান এবং পলিমার পুনর্ব্যবহারের ক্ষেত্রে তাঁর প্রভাবশালী অবদানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত। তাঁর কাজ শিক্ষা ও শিল্প উভয় ক্ষেত্রেই উদ্ভাবনকে চালিত করে চলেছে এবং নতুন মানদণ্ড স্থাপন করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি দেশের একাধিক গবেষকদের মধ্যে মেটেরিয়ালস রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া (এমআরএসআই) এর পক্ষ থেকে এমআরএসআই ২০২৫ সম্মানে সম্মানিত করা হয়েছে। অধ্যাপকের অত্যাধুনিক গবেষণা ও সমাজে তার প্রভাব স্বাভাবিকভাবে আরও একটি মাইলফলক।






