TRENDING:

West Medinipur News: মেয়ের অত্যাচারে ঘরছাড়া, ভাঙাচোরা চিলেকোটায় কাটছে রাত! ন্যায় চেয়ে বিডিও'র দ্বারস্থ বৃদ্ধা

Last Updated:

West Medinipur News: মেয়ের অত্যাচারে বাড়ি ছাড়া বৃদ্ধা কমলা দেবী। হারানো বাড়ি ফিরে পেতে বিডিওর দ্বারস্থ হয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: মেয়ের অত্যাচারে বাড়ি ছাড়লেন ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা। বাধ্য হয়ে দ্বারস্থ হয়েছেন বিডিও’র। ঘাটাল মহকুমার চন্দ্রকোনা দুই ব্লকের ডালিমাবাড়ি গ্রামের বাসিন্দা কমলা পাত্র। মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগ, মেয়ের অত্যাচারে জামাই বাড়ি ছেড়ে পালিয়ে যায় । একটি ছয় বছরের মেয়ে ও চার বছরের ছেলে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে মেয়ে আশ্রয় নেয় বাপের বাড়িতে। সেই মেয়েই এখন নাকি অত্যাচার চালাচ্ছে মা এর ওপর। কমলা পাত্রের স্বামী ২০১১ সালে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকে।
advertisement

বাকি দুই মেয়ের মধ্যে বড় মেয়ে শ্বশুর বাড়িতে থাকেন। ছোটো মেয়ে বেলাকে নিয়ে সরকারি পাট্টা পাওয়া জায়গায় বাড়িতে থাকছিলেন বৃদ্ধা। সেই মেয়ের অত্যাচারে বাড়ি ছাড়া হতে হয়েছে বিধবা কমলা দেবীকে। ১০ বছর বাড়ি ছাড়া কমলা দেবী শুরুতে গ্রামেরই একটি মুড়ি মিলে রাঁধুনির কাজ করে সেখানেই থাকতেন। বেশ কয়েক বছর ওই মুড়িমিলটি বন্ধ হয়ে যায়। বন্ধ মিলের এককোনায় ভাঙাচোরা চিলেকোটা বৃদ্ধার বর্তমান ঠিকানা। সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। কনকনে শীতের রাতে কোনও রকমে এখন রাত কাটাচ্ছেন তিনি। মিল বন্ধ হওয়ার পর নিজের স্বামীর বাড়ি ফিরতে চাইলেও মেয়ে ঢুকতে দেয়নি বলে অভিযোগ। বৃদ্ধা বলেন,’মেয়ের অত্যাচারে জামাই ঘর ছেড়ে পালিয়ে যায়। অন্য মেয়েকে বিয়েও করে নেয়। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে রাখতে চায়নি তাদের ঘরে। সেই সময় আমরা মেয়েকে বাড়িতে এনে নিজেদের সঙ্গে রেখেছিলাম। সেই মেয়েই আমাকে বাড়ি ছাড়া করেছে।’

advertisement

আরও পড়ুন: ঘুনি বস্তি থেকে এখনও কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া, সর্বস্ব হারিয়ে স্তব্ধ এলাকা! ছাইয়ের গাদায় হারানো সংসারের খোঁজ

নিজের মেয়ের বিরুদ্ধে ১৬  ডিসেম্বর সোমবার চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও’র দ্বারস্থ হয়েছেন বাড়ি ছাড়া বৃদ্ধা কমলা পাত্র। একা মেয়ে নয়, বিডিও অফিসে গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন মেয়ের ছেলে ও বৌমার নামেও। মেয়ে বেলা বাগ ও তার ছেলে বৌমা আনুমানিক ১০ বছর আগে নাকি মারধর করে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে লোকের দুয়ারে কোনওক্রমে দিন কাটছে পাড়া প্রতিবেশীদের সাহায্যে। প্রতিবেশীরা বেশ কয়েকবার তাকে ঘরে ফেরানোর চেষ্টা করলে, তাদেরও গালিগালাজ ও হুমকির মুখে পড়তে হয়। মেয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিজের ঘরে ফিরে শান্তিতে বসবাসের আবেদন জানিয়ে বিডিওকে লিখিত জানিয়েছেন কমলা দেবী।

advertisement

View More

আরও পড়ুন: সহকর্মীর ফাঁদে গাইঘাটার যুবক, কাঁকিনাড়ায় আটকে রেখে ২ লক্ষ টাকা দাবি! ফোনেই ফাঁস রহস্য

অভিযুক্ত মেয়ে বেলা বাগ জানিয়েছেন, শ্বশুরঘর ছেড়ে বাপের বাড়ি উঠেছি। আমার যাওয়ার অন্য কোনও জায়গা নেই। বাবা মারা যাওয়ার পর মা খিটখিটে হয়ে যায়। কথায় কথায় খোঁটা দেয়। আমি তা সহ্য করতে না পেরে দু’চার কথা বলি। তবে নির্যাতনের অভিযোগ সঠিক না।’

advertisement

অন্যদিকে বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন পাড়া প্রতিবেশীরা। তারাও বলছেন বৃদ্ধার অভিযোগ সত্য।এমনকি বাড়ি ছাড়া বৃদ্ধার হয়ে মেয়েকে বোঝাতে গিয়ে তারাও মেয়ের রোষের মুখে পড়েছেন। প্রতিবেশী প্রসেনজিৎ কুশারী,আকতার মন্ডলরা বলছেন,’আমরা বলতে গেলে ওর মেয়ে আমাদেরই তেড়ে আসে,গালমন্দ করে।এমনকি আমরা এনিয়ে বাড়াবাড়ি করলে হুমকিও দেয়। এই বয়সে মায়ের সঙ্গে এই অত্যাচার মেনে নেওয়া যায়না।আমরাও চাই প্রশাসন কোনও উদ্যোগ নিক।যাতে ও তার স্বামীর ঘরে ফিরে শান্তিতে থাকতে পারে।’

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ঘটনা প্রসঙ্গে বিডিও উৎপল পাইক জানান,’আমি একটা অভিযোগ পেয়েছি। অভিযোগে বৃদ্ধা জানিয়েছেন তার মেয়ের অত্যাচারে জামাই বাড়ি ছেড়ে পালিয়েছে। মেয়ে বাপের বাড়িতে এসে থাকে। এখন মেয়ের অত্যাচারে তিনিও বাড়ি ছাড়া। পুলিশের সঙ্গে কথা বলেছি। তদন্ত হবে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: মেয়ের অত্যাচারে ঘরছাড়া, ভাঙাচোরা চিলেকোটায় কাটছে রাত! ন্যায় চেয়ে বিডিও'র দ্বারস্থ বৃদ্ধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল