স্থানীয় কৃষক প্রভাস খাঁন বলেন, ছয় বিঘা ধান জমিতে আগুন লেগে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। পাকা ধান এভাবে পুড়ে নষ্ট হয়ে অনেক ক্ষতি হয়ে গেল। কৃষক স্বপন পাল বলেন, ধান কাটা হয়ে জমিতে পড়ে থাকা খড়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তার পাশের জমি ছিল আমার, তড়িঘড়ি মেশিন দিয়ে ধান কাটানোর ব্যবস্থা করি। ওই এলাকায় প্রায় ১৮ বিঘা জমির পাকা ধান ভস্মীভূত হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়ে সম্পূর্ণ দিশেহারা কৃষকরা। এছাড়াও দাসপুর এক নম্বর ব্লকের শ্যামসুন্দপুর এলাকায় প্রায় চার বিঘা ধান জমিতে ভয়াবহ আগুন লাগে। ফলে মুহূর্তের মধ্যেই পুরো ফসল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড়ে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন: হাওয়া হয়ে যাচ্ছে ছাগল, চুপিসাড়ে পিছু নিচ্ছে ভয়ঙ্কর শিকারী! নেপথ্যে গড় জঙ্গলের হিংস্র নেকড়ের দল
সেই আগুন বাতাসের দাপটে দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা ধান গাছে লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো জমিকে গ্রাস করে নেয়। কৃষকেরা প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। আগুনের তীব্রতায় সব ধান পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন এলাকার কৃষকেরা। ঘটনাকে ঘিরে চরম উদ্বেগ ছড়িয়েছে গ্রামজুড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দাসপুরের শ্যামসুন্দরপুরের কৃষক শ্রীরাম সামন্ত, অরুপ সামন্ত, সুনীল ও সুদর্শন সামন্তের চার বিঘা ধানের জমিতে আগুন লেগে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তাদের কথায়,’মাঠ থেকে এসময় পাকা ধান তোলা হচ্ছে। আমাদের পরিবারের দিন কয়েকের মধ্যে ধান তুলতাম। কিন্তু তার আগেই কেউ বা কারা ধান জমিতে আগুন লাগিয়ে দিয়েছে।ক্ষতি করে কী লাভ হল।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘাটাল থানার দন্দিপুর গ্রামে কয়েক বিঘা জমিতে ধান কাটার পর নাড়াতে আগুন ধরিয়ে দেয় কেউ বা কারা।ঘাটাল এবং মেদিনীপুর থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। ‘ধান কাটার পর যাতে কৃষকরা নাড়া বা খড় না পোড়ায় সেজন্য জেলা জুড়ে ব্লকে ব্লকে বিভিন্ন সচেতনতামূলক প্রচার করা হয়। কৃষকদের নিয়ে বৈঠক করে এর ক্ষতি সম্পর্কে অবগত করা হয়। একাধিক জায়গার মাঠে দাউ দাউ করে আগুন জ্বলে পুড়ে নষ্ট হয়েছে ফসল। আকাশ ঢেকে যায় কাল ধোঁয়ায়! নিছকই সচেতনতার অভাব, নাকি এর পেছনে রয়েছে কোনও ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সময়ে তিন পৃথক এলাকার মাঠে আগুন লাগার ঘটনায় রহস্যর গন্ধ পাচ্ছেন কৃষকরা।





