West Bardhaman News: হাওয়া হয়ে যাচ্ছে ছাগল, চুপিসাড়ে পিছু নিচ্ছে ভয়ঙ্কর শিকারী! নেপথ্যে গড় জঙ্গলের হিংস্র নেকড়ের দল
- Reported by:Dipika Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: চারণভূমি থেকে একের পর এক ছাগল রহস্যজনক ভাবে উধাও। রহস্যভেদ করতে পালকরা তৎপর হতেই নজরে হিংস্র জন্তু।
দুর্গাপুর, দীপিকা সরকার: দুর্গাপুরে ছাগল পালকদের মাথায় হাত! চোর নেই, চুরি নেই, অথচ চারণভূমি থেকে একের পর এক ছাগল রহস্যজনক ভাবে উধাও হয়ে যাচ্ছে। রহস্যভেদ করতে পালকরা তৎপর হতেই জরে পড়ে বাঘের আকারের হিংস্র এক জন্তুর। ওই ভয়ানক জন্তুর শিকার হচ্ছে একের পর এক ছাগল। ওই জন্তুর সংখ্যা হঠাৎই বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন ছাগল পালক সহ গ্রামবাসীরা৷ তাঁদের দাবি, নেকড়ে থেকে শিয়ালের বাড়বাড়ন্তে অতিষ্ট দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের গড় জঙ্গলের বাসিন্দারা সকলেই৷ শিকারের হাত থেকে বাঁচাতে ইতিমধ্যেই দুর্গাপুর বন দফতর গবাদিপশু পালকদের সচেতন করছে।
উল্লেখ্য, দুর্গাপুরের কাঁকসা ব্লক ও দুর্গাপুর – ফরিদপুর ব্লকে বনাঞ্চল রয়েছে। তবে কাঁকসার ঘন ও গভীর গড় জঙ্গল প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে বহু যুগ আগেই। বর্তমানে ওই গভীর জঙ্গলে সংরক্ষণ করা হয়েছে চিতল হরিণ। এছাড়াও প্রচুর ময়ূর, গন্ধগোকুল, বুনো বিড়াল, শিয়াল, হনুমান ও পাইথন সহ বিষধর সাপখোপ সহ নানান জীবজন্তু রয়েছে। পাশাপাশি কয়েক বছরে বেড়ে গিয়েছে নেকড়ের সংখ্যাও বলে দাবি দুর্গাপুর বন দফতরের৷ ওই গভীর জঙ্গলে বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম রয়েছে। তার মধ্যে অধিকাংশ গ্রামই আদিবাসী সম্প্রদায়ের। গ্রামবাসীরা সাধারণ ভাবেই বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করেন।
advertisement
advertisement
তাঁদের গরুছাগলের চারণভূমি বলতে ওই গভীর জঙ্গল। পুরুষ মহিলা সকলেই জঙ্গলে গরু, ছাগল চরাতে যান। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ওই জঙ্গলে গরুছাগল চরাচ্ছেন। হিংস্র জন্তুর উৎপাত এতটাও ছিলনা। বরং রাতের অন্ধকারে বাড়ি থেকে শেয়াল ও বুনো বিরাল হাঁসমুরগি ও ছাগল নিয়ে পালাত। সেই উৎপাত এখনও রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে জঙ্গলে নেকড়ের দৌরাত্ম্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। জঙ্গলে ছাগল চরাতে নিয়ে গেলেই ছাগলের পালকের পিছু করছে নেকড়ের দল। ছাগল পালকদের চোখের সামনেই নেকড়ে শিকার করে নিয়ে চলে যাচ্ছে ছাগল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যে এলাকার এক একজন ছাগল পালকের তিন থেকে চারটি করে ছাগল নেকড়ের শিকার হয়েছে বলে দাবি৷ ফলে গভীর শুনশান গড় জঙ্গলে ব্যাপক আতঙ্কে দিন কাটাচ্ছেন গবাদিপশু পালকরা। বন দফতরের দাবি, পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গল হয়ে কাঁকসা ও দুর্গাপুর – ফরিদপুরের জঙ্গলে দেখা মিলেছে একাধিক ভারতীয় নেকড়ে দলের। তারা সংখ্যায় প্রায় ৪০ টি রয়েছে। ওই তিনটি ব্লকের জঙ্গলে নেকড়ের দল ঘোরাফেরা করছে। কয়েক বছরে নেকড়ের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে । জঙ্গলে বসবাসকারী মানুষকে সচেতন ও সাবধানতার বিষয়ে সতর্ক করার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
Dec 06, 2025 12:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: হাওয়া হয়ে যাচ্ছে ছাগল, চুপিসাড়ে পিছু নিচ্ছে ভয়ঙ্কর শিকারী! নেপথ্যে গড় জঙ্গলের হিংস্র নেকড়ের দল








