TRENDING:

Durga Puja 2025: পুজোয় অন্যদের টেক্কা দিল মেদিনীপুর? কোন কোন থিম নজর কাড়ল এলাকায়? দেখে নিন এক ঝলকে

Last Updated:

কোথাও হোগলা পাতা আবার কোথাও মাটির নানা জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। শুধু তাই নয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীরগাথা কাহিনীকে তুলে ধরা হয়েছে সবার কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: একদিকে যেমন বিপ্লবের জেলা মেদিনীপুর, তেমনই মানুষের আনন্দ অনুষ্ঠানে কোথাও কোনও বদল নেই। প্রত্যন্ত গ্রাম থেকে শহরতলী, এমনকি রেলশহর খড়্গপুরেও নানা থিমে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। শুধু তাই নয়, জেলা সদর শহর মেদিনীপুরে একাধিক পুরনো পুজো কমিটি তাদের অতীত ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রেখেছে। একাধিক পুজো কমিটি বিভিন্ন পরিবেশবান্ধব উপাদান দিয়ে তাদের মণ্ডপসজ্জা করেছেন। কোথাও হোগলা পাতা আবার কোথাও মাটির নানা জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। শুধু তাই নয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীরগাথা কাহিনীকে তুলে ধরা হয়েছে সবার কাছে।
advertisement

৭৪ তম বছরের পুজো আয়োজনে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছে মেদিনীপুর শহরের সংযুক্ত পল্লী। মাটির অবদান নিয়ে এবারের থিম “এবার এলাম মাটির টানে, রাঙামাটির পরশ প্রাণে”। টানা বৃষ্টির মধ্যেই হয়েছে মণ্ডপসজ্জার কাজ। মেদিনীপুরে বিগ বাজেটের অন্যতম পুজো মণ্ডপ হল সংযুক্ত পল্লী দুর্গোৎসব কমিটি। এ বছর এই পুজোর থিম “এবার এলাম মাটির টানে, রাঙামাটির পরশ প্রাণে”। মূলত এবছর ৭৪ তম বর্ষে ১৪ লক্ষ টাকা বাজেটের এই থিমের আয়োজন করেছেন উদ্যোক্তারা। এবারের থিমের উদ্দেশ্যই হল মাটির সংরক্ষণ ও মাটির গুরুত্ব বোঝানো। উদ্যোক্তাদের তরফে জানান হয়েছে, এই মাটি দিয়েই সমস্ত কিছু প্রাণীকুল সৃষ্টি এবং তার জীবিকা নির্বাহ করছে। তাই পরিবেশবান্ধব এই পুজো মণ্ডপ ও প্রতিমা তৈরি করেছেন তারা। মণ্ডপের কারুকার্য সহ প্রতিমাতেও নতুনত্বের ছোঁয়া। পঞ্চমীর সন্ধ্যা থেকেই বেশ কয়েক হাজার দর্শনার্থীদের ভিড় এই পুজো মণ্ডপে।

advertisement

আরও পড়ুন: আসানসোলে অভিনব পুজো মণ্ডপ! পুজো শেষে প্যান্ডেল খুললেই শুরু হবে আসল খেলা, সমস্তটাই চমকপ্রদ

মেদিনীপুর শহরের অন্যতম রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার ৫৭ তম বর্ষে পদার্পণ করেছে। এবারের থিম সোণার বাংলা। পাটকাঠি, হোগলা পাতা, ধান শীষ, কতবেল, শিমুল ফুল, রাশিয়ান ঘাস, খেজুর পাতা, তালপাতার পাখা, পিভিসি বোর্ড, চিত্রপট, লাঙল খড় সহ প্রায় ৫৭ টি পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি এই পুজো মণ্ডপ।  প্রতিমা সাবেকি হলেও প্রতিমাতেও গ্রাম বাংলার চিত্রপট ফুটিয়ে তোলা হয়েছে থিমের মধ্য দিয়ে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জেলার অপর একটি বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম ছোটোবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবার ৮৩ তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিবারই আকর্ষণীয় কিছু থিম থাকে। এবারের থিম বহ্ণিশিখা। স্বাধীনতা সংগ্রামে যেসব বীরাঙ্গনা মহিলারা প্রাণ দিয়েছেন তাদের সম্মান ও শ্রদ্ধার্ঘ অর্পণ করেই এই পুজো মণ্ডপ।  এখানে শহীদ মাতঙ্গিণী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, রাণী শিরোমনী, সুনিতি চৌধুরী, কল্পনা দত্ত সহ তৎকালীন সময়ের সমস্ত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। বাজেট আনুমানিক ১০ লাখ। প্রতিমা সাবেকি এবং কৃষ্ণনগরের ডাকের গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মৃন্ময়ী দেবীকে।

advertisement

এছাড়াও মেদিনীপুর শহরের রাজাবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস। বর্তমানে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল স্টেশনের আদলে তৈরি মণ্ডপ। ৪১ তম বর্ষে পদার্পণ করেছে রাজা বাজারের এই কমিটির পুজো। সাবেকি প্রতিমার সঙ্গে এমন থিম নজর কেড়েছে সকলের। প্রতিদিনই প্রতিটি প্যান্ডেলে বহু দর্শনার্থীর ভিড় জমেছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পুজোয় অন্যদের টেক্কা দিল মেদিনীপুর? কোন কোন থিম নজর কাড়ল এলাকায়? দেখে নিন এক ঝলকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল