Durga Puja 2025: আসানসোলে অভিনব পুজো মণ্ডপ! পুজো শেষে প্যান্ডেল খুললেই শুরু হবে আসল খেলা, সমস্তটাই চমকপ্রদ
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
প্রায় ১২ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হয়েছে 'একটি গাছ একটি প্রাণ' পুজো মণ্ডপের থিম। প্রায় আট হাজার গাছের চারা নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জন, রিন্টু পাঁজা: গাছ হচ্ছে পৃথিবীর একটি স্তম্ভ। রোদ ঝড় বৃষ্টি সহ্য করে নীরবে সাহায্য করে চলেছে পৃথিবীর সবাইকে। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন নির্গত করে। পাশাপাশি মাটির শিকড় ধরে রেখে মাটির ক্ষয় কমাতেও সাহায্য করে। এক কথায় গাছের গুরুত্ব অপরিসীম যা ভাষায় প্রকাশ করা যায় না। এবার সেই গাছ নিয়েই আসানসোলের এই মণ্ডপ, যা করেছে কার্যত আপনাকে অবাক করবে।
আসানসোল মহকুমার অন্তর্গত চিত্তরঞ্জন ৬ এরিয়ার পুজো ৭৪ তম বর্ষে পদার্পণ করল। বিভিন্ন জায়গায় থিমের পুজোর ভিড়ে একেবারে অন্যরকম ভাবনায় ফুটিয়ে তুলেছেন পুজোর মণ্ডপ। অন্যান্য থিমের পুজোতে, পুজো শেষ হয়ে যাওয়ার পর যে সমস্ত জিনিসগুলি দিয়ে মণ্ডপ তৈরি করা হয় সেগুলো খুলে ফেলে দেওয়া হয় বা কোনও কাজে লাগে না অথবা নষ্ট হয়ে যায়। কিন্তু এই পুজোর মণ্ডপে যে সব জিনিস দিয়ে সাজানো হয়েছে তা পরবর্তীতে পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই সব জিনিসগুলি পরিবেশের জন্য যথেষ্ট উপকারী হবে। এবারে প্রায় ১২ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হয়েছে ‘একটি গাছ একটি প্রাণ’ পুজো মণ্ডপের থিম। প্রায় আট হাজার গাছের চারা নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: দর্শনার্থীদের ভিড়ে সামালসামাল, গাড়ি চলাচলের জোটুকু বন্ধ! জানুন ঘাটালের কোন পুজো কাঁপাল এলাকা
advertisement
দর্শনার্থীরা মণ্ডপের মধ্যে প্রবেশ করতেই বাইরে মাঠে দেখতে পাবেন, আস্ত একটি বাগানের রূপ জায়গা তৈরি করা হয়েছে যার দুই ধারে দেওয়াল জুড়ে রয়েছে বাহারি রকমের গাছ। সেই গাছ প্রবেশের পরে ভিতরে ঢুকতেই প্যান্ডেলটির বাইরে রয়েছে বিভিন্ন রকমের গাছের চারা। এরপরে মণ্ডপের মধ্যে প্রবেশ করেই দেখতে পাবেন একদম প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে বাহারি গাছ। সেই গাছগুলো হয়ত আপনি অনেকদিন আগে কোথাও দেখেছেন বা কিছু গাছ আপনার সঙ্গে অপরিচিত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেগুলোর সঙ্গে আপনি নিজেকে পরিচিত করে নিতে পারবেন। স্বাভাবিকভাবেই পুজো কমিটির এই অভিনব ভাবনা, এলাকার মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছে। জানা গিয়েছে, পুজো শেষ হয়ে যাওয়ার পরে পর প্রায় আট হাজার গাছের চারা এলাকার স্থানীয় মানুষদের কাছে বিতরণ করে দেওয়া হবে। গাছগুলি তারা নিজ নিজ বাড়িতে রোপণ করবেন। স্বাভাবিকভাবেই এই গাছগুলি রোপণ করার পরে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তাই এবারে পুজোয় আপনি অন্যান্য থিমের পুজো দেখতে গেলেও এটি অবশ্যই দেখতে যাবেন চিত্তরঞ্জনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Asansol,Barddhaman,West Bengal
First Published :
Oct 02, 2025 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আসানসোলে অভিনব পুজো মণ্ডপ! পুজো শেষে প্যান্ডেল খুললেই শুরু হবে আসল খেলা, সমস্তটাই চমকপ্রদ









