TRENDING:

কেমন দেখতে লালকেল্লা? সবার তো আর দিল্লি গিয়ে দেখা সম্ভব হয় না! তবে এবার সেটাই হবে ঘাটালে বসে, কীভাবে জানুন

Last Updated:

দিল্লির লালকেল্লা এবার ঘাটালে। অবাক হওয়ার কিছু নেই। আসলে ঘাটালে তিনের পল্লী সর্বজনীনের মাতৃ আরধনার থিম এবছর লালকেল্লা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দিল্লির লালকেল্লা এবার ঘাটালে। অবাক হওয়ার কিছু নেই। আসলে ঘাটালে তিনের পল্লী সর্বজনীনের মাতৃ আরধনার থিম এবছর লালকেল্লা। ইতিহাসের পাতা থেকে উঠে আসা লালকেল্লাকে থিমে ফুটিয়ে তোলাতে আবেগ আপ্লুত সবাই। এ যেন সত‍্যিকারের এক ঐতিহ্যের ছোঁয়া থাকছে এই প‍্যান্ডেলে। হাতে পাঁজি মঙ্গলবার। তাই ব‍্যস্ততা এখন চরমে। ইতিমধ্যেই শহরতলির বেশ কিছু পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে মহালয়াতেই। কাজেই এবার প্রস্তুতিতে ঝড় উঠেছে। এবছর ঘাটালের বেশ কিছু থিমের মাঝে একটি অনন‍্য থিম লালকেল্লা।
advertisement

ঘাটালে ৩-এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘লাল কেল্লা’।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের তিনের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো ৩৪ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। তাদের এবছরের পুজোর থিম দিল্লির লাল কেল্লা। বাজেট প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা। কয়েক মাস আগে থেকে শুরু হয় প‍্যান্ডেল নির্মানের কাজ। বাঁশ, কাপড়ের কাজ সেরে এবার থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ, তাও একদম শেষ মুহূর্তের প্রস্তুতি জোরকদমে চলছে।

advertisement

আরও পড়ুন: না আছে বোনাস, না আছে পিএফ! বেনজির দুর্ভোগ, পুজো কী হবে চা বাগানে!

View More

ইতিমধ্যেই কুমোরটুলি থেকে ছেলেমেয়েদের নিয়ে পশ্চিম মেদিনীপুরের মণ্ডপে প্রবেশ করছেন মা দুর্গা। প্রতিমাকে সেট করে তারপর আরও কাজ বাকি। সেগুলোও শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পুজো কমিটি আশাবাদী এই থিম মানুষের মনে আলাদা জায়গা দেবে এবং জনঢল উপচে পড়বে। তাই সেই দিক থেকে বিবেচনা করে ভিড় সামলাতেও থাকছে বিশেষ ব‍্যবস্থা। তারা সবাইকেই আহ্বান জানাচ্ছেন তাদের পুজোয় অংশ নিতে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কত শত বিপর্যয় পিছনে ফেলে মাত্র কটা দিন হাতে পেয়েছিল ঘাটালের পুজো কমিটিগুলো। তাতেই বাজিমাত করে দেখিয়েছেন তারা। এবার শুধু মা এর বোধনের অপেক্ষা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেমন দেখতে লালকেল্লা? সবার তো আর দিল্লি গিয়ে দেখা সম্ভব হয় না! তবে এবার সেটাই হবে ঘাটালে বসে, কীভাবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল