ঘাটালে ৩-এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘লাল কেল্লা’।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের তিনের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো ৩৪ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। তাদের এবছরের পুজোর থিম দিল্লির লাল কেল্লা। বাজেট প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা। কয়েক মাস আগে থেকে শুরু হয় প্যান্ডেল নির্মানের কাজ। বাঁশ, কাপড়ের কাজ সেরে এবার থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ, তাও একদম শেষ মুহূর্তের প্রস্তুতি জোরকদমে চলছে।
advertisement
আরও পড়ুন: না আছে বোনাস, না আছে পিএফ! বেনজির দুর্ভোগ, পুজো কী হবে চা বাগানে!
ইতিমধ্যেই কুমোরটুলি থেকে ছেলেমেয়েদের নিয়ে পশ্চিম মেদিনীপুরের মণ্ডপে প্রবেশ করছেন মা দুর্গা। প্রতিমাকে সেট করে তারপর আরও কাজ বাকি। সেগুলোও শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পুজো কমিটি আশাবাদী এই থিম মানুষের মনে আলাদা জায়গা দেবে এবং জনঢল উপচে পড়বে। তাই সেই দিক থেকে বিবেচনা করে ভিড় সামলাতেও থাকছে বিশেষ ব্যবস্থা। তারা সবাইকেই আহ্বান জানাচ্ছেন তাদের পুজোয় অংশ নিতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কত শত বিপর্যয় পিছনে ফেলে মাত্র কটা দিন হাতে পেয়েছিল ঘাটালের পুজো কমিটিগুলো। তাতেই বাজিমাত করে দেখিয়েছেন তারা। এবার শুধু মা এর বোধনের অপেক্ষা।





