না আছে বোনাস, না আছে পিএফ! বেনজির দুর্ভোগ, পুজো কী হবে চা বাগানে!

Last Updated:

২০১৮ সাল থেকে বন্ধ বাগান, নেই বোনাস বা পিএফ। দৈনিক ১৮০ টাকা হাজিরায় চলা ৩০০ শ্রমিক ও ৬০০ পরিবার মায়ের আরাধনায় সামিল।

+
বন্ধ

বন্ধ চা বাগানে দুর্গাপুজো

জলপাইগুড়ি, সুরজিৎ দে: মাত্র একদিনের রোজগারের টাকাতেই পূজিত হন মা দুর্গা। চা পাতা তোলা শ্রমিকদের কষ্টার্জিত অর্থে হয়ে ওঠে উমা আরাধনা। রাজ্যের অনুদান মেলাতে সুবিধা হয় বটে, তবে মূল ভরসা শ্রমিকদেরই সামর্থ্য শ্রমিকদের একটাই দুর্গার কাছে আবেদন যদি এই দুর্ভোগ কেটে দরজা খুলে বাগানের।
শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রায়পুর চা বাগান। ২০১৮ সাল থেকে বন্ধ হয়ে পড়ে এই বাগান। সেই থেকে চা উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকরা চা পাতা তুলে রোজ, বাগানটি এক সংস্থা অধিগ্রহণ করেছে। তাতেই চলে প্রায় ৩০০ শ্রমিক ও তাঁদের পরিবারের সংসার।
advertisement
advertisement
শ্রমিকদের হাতে আসে দৈনিক ১৮০ টাকা হাজিরা। না আছে বোনাস, না আছে পিএফ। কিন্তু এই টাকার মধ্যেই একদিনের উপার্জন তাঁরা মন্দির কমিটিকে তুলে দেন দুর্গাপুজোর জন্য। এই সামান্য অর্থেই হয়ে ওঠে বাগানের পূজা। প্রায় ৬০০ পরিবারের গ্রাম জুড়ে তখন উৎসবের আমেজ। পুজোর মন্ডপ তৈরি হচ্ছে, আর পাশেই জঙ্গলে ঢেকে থাকা পুরনো চা কারখানা নীরব সাক্ষী। তবুও আশা ছাড়েন না জলপাইগুড়ির শ্রমিকরা। তাঁদের একটাই প্রার্থনা মা দুর্গা যেন আশীর্বাদ করেন, আবার যেন খুলে যায় বাগান। তাহলেই জীবনে ফিরবে সচ্ছলতা, আর আরও ধুমধাম করে পূজিত হবে উমা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চা বাগানের শ্রমিক সুরজ মুন্ডা জানান, “২০০২ সালের পর থেকে ধাপে ধাপে বাগান বন্ধ হচ্ছে আবার খুলছে। এখনও বন্ধের মুখে এই বাগান। কীভাবে চলবে তা নিয়ে তার সংকট থেকেই যাচ্ছে। কখনও শোনা যাচ্ছে খুলবে, কখনও আবার…। মায়ের কাছে আমাদের একটাই আলোচনা যত দ্রুত বাগান করে যাক। তাহলে সব সমস্যা দূর হয়ে যাবে তাদের জীবন থেকে।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
না আছে বোনাস, না আছে পিএফ! বেনজির দুর্ভোগ, পুজো কী হবে চা বাগানে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement