TRENDING:

Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে হাজার সমালোচনা, এরই মাঝে নজিরবিহীন দৃষ্টান্ত! মেদিনীপুরের যুবকের প্রশংসায় পঞ্চমুখ সবাই

Last Updated:

ডিউটিরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের সততা ও কর্তব্যপরায়ণতার উজ্জ্বল নজির স্থাপন করলেন পশ্চিম মেদিনীপুরের দিলীপ সামন্ত। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: ডিউটিরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের মানবিক রূপ, সততা ও কর্তব্যপরায়ণতার উজ্জ্বল নজির স্থাপন করলেন দিলীপ সামন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত গাছশীতলা এলাকা, যেখানে মিলেছে চারটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। প্রতিদিনই এই মোড় দিয়ে অসংখ্য গাড়ি, বাইক এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। দুর্ঘটনা রোধে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সবসময় সেখানে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ডিউটি করতে দেখা যায়। ঠিক সেখানেই এক বিরল ঘটনা সিভিক ভলেন্টিয়ার দিলীপ সামন্ত, যা স্থানীয় মানুষজনের মনে তাকে নিয়ে ভরসা ও শ্রদ্ধা আরও বাড়িয়ে দিল।
advertisement

গাছশীতলা মোড়ে ডিউটি করছিলেন দিলীপ সামন্ত। ঠিক সেই সময় চন্দ্রকোনা রোডের দিক থেকে আসা এক বাইক আরোহী মোড় ঘুরে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন। হঠাৎই তার গলা থেকে খুলে পড়ে যায় একটি সোনার চেন। দ্রুতগতির মধ্যে এমন ঘটনা ঘটার ফলে বাইক চালক তা বুঝতে পারেননি। কিন্তু ডিউটিরত অবস্থায় দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ারের চোখে পড়ে ঘটনাটি। এক মুহূর্ত দেরি না করে দিলীপ সামন্ত বাইক আরোহীকে থামান। তারপর রাস্তার উপর পড়ে থাকা সেই সোনার হারটি তুলে নেন এবং নিজের হাতে সেটি ফেরত দিয়ে বাইক চালকের গলায় পরিয়ে দেন।

advertisement

আরও পড়ুন: পুজো হত না এলাকায়, হাত বাড়ালেন মহিলারা! লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবার প্রথম দশভুজার আরাধনায় বাসিন্দারা

View More

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ জানান, আজকের দিনে যেখানে মানুষের মধ্যে সততা নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার নিজের কর্তব্যের পাশাপাশি সততার এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের মতে, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানা সময়ে সমালোচনা শোনা গেলেও পশ্চিম মেদিনীপুরের দিলীপ সামন্ত প্রমাণ করলেন— সততা ও মানবিকতাই প্রকৃত দায়িত্ববোধের পরিচয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্থানীয়রা জানান, চন্দ্রকোনার মতো ব্যস্ত এলাকায় সব সময় সিভিক ভলেন্টিয়ারদের চোখ-কান খোলা রাখতে হয়। দিলীপ সামন্ত শুধু একজন দায়িত্ববান কর্মী হিসেবেই নয়, একজন সৎ মানুষ হিসেবেও নিজের পরিচয় রাখলেন। তার এই কাজ সমাজে সিভিক ভলেন্টিয়ারদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু কালী নন, হয় দশ মহাবিদ্যার পুজো! বিশাল আয়োজন আসানসোলের 'এই' মন্দিরে, ভিড় জমান অনেকেই
আরও দেখুন

একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ারের ডিউটিরত অবস্থায় প্রদর্শিত সততা আজ স্থানীয়দের কাছে বড় শিক্ষা। দিলীপ সামন্ত প্রমাণ করে দিলেন— দায়িত্ব পালন মানেই শুধু আইন-শৃঙ্খলা বজায় রাখা নয়, বরং মানবিকতার পরিচয় দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। তার এই কাজ নিঃসন্দেহে সকলের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে হাজার সমালোচনা, এরই মাঝে নজিরবিহীন দৃষ্টান্ত! মেদিনীপুরের যুবকের প্রশংসায় পঞ্চমুখ সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল