Durga Puja 2025: পুজো হত না এলাকায়, হাত বাড়ালেন মহিলারা! লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবার প্রথম দশভুজার আরাধনায় বাসিন্দারা

Last Updated:

এলাকায় হয় না দুর্গাপুজো, প্রতিবছর পুজোয় পাশের এলাকায় যেতে হত মহিলাদের। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে।

+
লক্ষ্মীর

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মহিলাদের উদ্যোগে এলাকায় প্রথম দুর্গোৎসব

চন্দকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: এলাকায় হয় না দুর্গাপুজো, প্রতিবছর পুজোয় পাশের এলাকায় যেতে হত মহিলাদের। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার ও দোকানে দোকানে ঘুরে সংগৃহীত টাকায় মহিলাদের হাত ধরে এলাকায় প্রথম দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে। এলাকায় একটি আটচালায় সাবেকিয়ানায় পুজোর আয়োজন করতে চলেছে মহিলারা। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কমরগঞ্জ গ্রাম। এই এলাকায় কোনও দিন দুর্গাপুজো হয় নি, কমরগঞ্জ এলাকা নয়, নয় নম্বর ওয়ার্ডেই দুর্গাপুজো হয় না। এর জেরে দুর্গাপুজোর সময় কমরগঞ্জ এলাকার মহিলাদের পুজার্চনার জন্য পাশের আট ও ছয় নম্বর ওয়ার্ডে যেতে হত।
নিজেদের এলাকায় অন্যান্য পুজো হলেও দুর্গাপুজো হত না। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। পশ্চিম মেদিনীপুরের কমরগঞ্জ এলাকার ১৫-২০ জন মহিলা উদ্যোগ নিয়েছেন এলাকায় এবার দুর্গাপুজো হবে। পুজোর জন্য এলাকার একটি আটচালাকে বেছে নেওয়া হয়েছে। প্রথম বছর পুজো সেভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন না হলেও, আটচালাকে মণ্ডপ হিসাবে ব্যবহার করে তা সাজিয়ে তুলে সেখানেই দুর্গা প্রতিমার পুজো হবে সমস্ত রকম রীতিনীতি মেনে। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। নাম দেওয়া হয়েছে কমরগঞ্জ সার্ব্বজনীন দুর্গোৎসব, পরিচালনায় কমরগঞ্জ ভারতী সংঘ মহিলা দুর্গোৎসব কমিটি। কমিটির অন্যতম সদস্য মুনমুন কুন্ডু, পিঙ্কি দাস, কৃষ্ণা সাহারা জানান, কমিটির মহিলারা তাদের গচ্ছিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবে পাশাপাশি এলাকার বাকি পরিবারের মহিলাদের কাছেও আবেদন করা হয়েছে তাদের অনেকেই সাড়া দিয়েছে।
advertisement
advertisement
পুজো নিয়ে এলাকায় ইতিমধ্যেই মিটিংও করা হয়েছে, সবার সাহায্য সহযোগিতার জন্য। প্রথম বছর পুজো খরচের সঠিক হিসাব আন্দাজ করতে পারছে না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পাশাপাশি কমিটির মহিলারা দলে ভাগ হয়ে সন্ধ্যায় চন্দ্রকোনা শহরে দোকানে দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছেন। এতে যে যেমন পারছে স্বইচ্ছায় দিচ্ছে, সবারই ভাল সাড়া মিলছে তারাও উৎসাহ দিচ্ছে। পুজো কমিটি থেকে পুজোর যাবতীয় আয়োজনে মহিলারা নিজেরাই করছে, তাদের পাশে দাঁড়িয়ে সঙ্গ দিচ্ছে এলাকার পুরুষরাও। মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। তিনি বলেন, পৌর এলাকায় আগের বছর মোট ১৫ টি পুজো হত এবছর দুটি বেড়ে ১৭ টি হয়েছে, তার মধ্যে কমরগঞ্জের মহিলাদের উদ্যোগে পুজোও রয়েছে। ‘আগামীদিনে মহিলাদের এই পুজো চালিয়ে যেতে সরকারি অনুদানের জন্য আমার সাহায্য চাইলে অবশ্যই তা করব’, এমনটাও তিনি জানান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কমরগঞ্জ এলাকায় এবছর প্রথম দুর্গাপুজো হতে চলেছে গ্রামের মহিলাদের হাত ধরে।এটি চন্দ্রকোনা পুর এলাকাতেও প্রথম মহিলা পুজো হবে বলে জানা গেছে। পুজোর আর মাত্র কয়েকটা দিন, প্রস্তুতি চলছে জোরকদমে। কেবল কমরগঞ্জ নয়, মহিলাদের উদ্যোগে আয়োজিত হতে চলা পুজোর অপেক্ষায় পৌরবাসীও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পুজো হত না এলাকায়, হাত বাড়ালেন মহিলারা! লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবার প্রথম দশভুজার আরাধনায় বাসিন্দারা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement