পশ্চিম মেদিনীপুরের এক পরিচিত শহর বেলদা। নারায়ণগড় ব্লকের অধীন এই শহরে অডিটোরিয়াম তৈরি দীর্ঘদিনের দাবি। সেই মত বাম আমলে কাজ শুরু হয়। তবে দীর্ঘদিনের দাবি কোনও মতেই মিটছিল না। তবে সংস্কৃতিমনস্ক বিধায়ক সূর্যকান্ত অট্ট নির্বাচিত হওয়ার পর, প্রথমেই তদবির করেন এই অডিটোরিয়ামের কাজ সম্পূর্ণ করার। তবে চলতি বছরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে অডিটোরিয়ামটি। যেখানে রয়েছে প্রায় ১০০০ জনের বসার জায়গা। শুধু তাই নয় প্রতিটি চেয়ার অত্যাধুনিক এবং আরামদায়ক। এছাড়াও গোটা অডিটোরিয়াম জুড়ে রয়েছে সাউন্ড সিস্টেম এবং নানা আধুনিক পরিষেবা।
advertisement
আরও পড়ুন: বদলেছে মানুষের পছন্দ…! দিন দিন বাড়ছে চাহিদা, বাড়িতে বসে ছোট্ট কাজ, মোটা টাকার মুখ দেখছে যুবতী
২৫ মিটার চওড়া এবং প্রায় ২০০ জনের মত বসার স্টেজ। স্বাভাবিকভাবে জেলার এক অন্যতম বড় অডিটোরিয়াম এটি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক ব্লকে অডিটোরিয়াম থাকলেও নারায়ণগড় ব্লকে কোনও অডিটোরিয়াম ছিল না। স্বাভাবিকভাবে কখনও রাস্তায় কখনও আবার স্কুল ভাড়া নিয়ে করতে হত অনুষ্ঠান। স্বাভাবিকভাবে বেশ সমস্যায় পড়তে হত সকলকে। এবার সেই মুশকিল আসান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লম্বা চওড়া এবং এতজন বসার জায়গা সম্বলিত অডিটোরিয়াম চালু হয়েছে। স্বাভাবিকভাবে বেশ খুশি সকলে। যদিও এই অডিটরিয়ামটি পরিচালনা করবে নারায়ণগড় পঞ্চায়েত সমিতি। প্রয়োজনে যে কেউ ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবে অডিটোরিয়ামটি। স্বাভাবিকভাবে সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক নানা অনুষ্ঠান বেশ স্বাচ্ছন্দে করা যাবে এখানে।
রঞ্জন চন্দ