বদলেছে মানুষের পছন্দ...! দিন দিন বাড়ছে চাহিদা, বাড়িতে বসে ছোট্ট কাজ, মোটা টাকার মুখ দেখছে যুবতী
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
দিন যত গড়াচ্ছে, বদলাচ্ছে মানুষের চাহিদা। বদল আসছে মানুষের রুচিতে। যেকোনও সামাজিক অনুষ্ঠানে এখন কেক কাটা বাধ্যতামূলক হয়ে পড়েছে।
পশ্চিম মেদিনীপুর: দিন যত গড়াচ্ছে, বদলাচ্ছে মানুষের চাহিদা। বদল আসছে মানুষের রুচিতে। যেকোনও সামাজিক অনুষ্ঠানে এখন কেক কাটা বাধ্যতামূলক হয়ে পড়েছে। সে জন্মদিনই হোক কিংবা বিয়ের অনুষ্ঠান, কেক তো চাইই। তবেই এবার সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই এবং কিছু করার ভাবনা নিয়ে এক কলেজ ছাত্রী বেশ কয়েক বছর ধরেই যা করছে, জানলে অবাক হবেন। প্রতিমাসে মিলছে রোজগার। শুধু তাই নয়, অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বিশেষ বার্তা। বাড়িতে অন্যান্য কাজের অবসরে এই কাজ করে মিলছে উপার্জন।
ছোট থেকেই পছন্দ বেকারি। কেক তৈরি করা বরাবরের নেশা। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর প্রশিক্ষণ নেন কেক তৈরির জন্য। সেইমত শুরু করা। বেশ কয়েক বছর ধরে গ্রাহকদের চাহিদা ও পছন্দমত কেক বানিয়ে দিচ্ছেন তৃতীয় বর্ষের কলেজ ছাত্রী। বেশ কয়েক বছর পেছনে গেলেই দেখা যাবে, জন্মদিন ছাড়া তেমন কোনও সামাজিক অনুষ্ঠানে কেকের প্রচলন ছিল না। তবে বর্তমানে প্রায় সব অনুষ্ঠানে কেক কাটা একটা ট্রেন্ড। এবার গ্রাহকদের পছন্দমত কেক বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এক কলেজ ছাত্রী।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা, বেলদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী পম্পা বেরা। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর পম্পা কেক বানান শুরু করে। অনলাইন এবং অফলাইনে অর্ডার নিয়ে বিভিন্ন ধরনের কাস্টমাইজ কেক বানিয়ে দেয় সে। পাউন্ড কেক থেকে সামান্য ছোট কাপ কেক গ্রাহকদের চাহিদা মত বানিয়ে ডেলিভারি দেয়। স্থানীয় এলাকায় বিক্রি হয় তার হাতে বানান এই হোমমেড কেক। দাম রয়েছে গ্রাহকদের সাধ্যের মধ্যে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু নিজে তৈরি করে বিক্রি করা নয়, বর্তমানে পম্পা বেশ কয়েকজন যুবতীদের প্রশিক্ষণও দিচ্ছে। স্বাভাবিকভাবে পড়ার অবসরে কেক বানিয়ে আর্থিক স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে সে। প্রতিমাসে মিলছে রোজগার। অন্যদেরও দিচ্ছেন কেক তৈরি করে স্বনির্ভর হওয়ার ভাবনা।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 3:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বদলেছে মানুষের পছন্দ...! দিন দিন বাড়ছে চাহিদা, বাড়িতে বসে ছোট্ট কাজ, মোটা টাকার মুখ দেখছে যুবতী