আরও পড়ুনঃ তাপপ্রবাহ নয়, সকাল থেকে একটানা বৃষ্টির জন্য ঘরবন্দি দক্ষিণবঙ্গের মানুষ!
জানা গিয়েছে, চলতি মাসের ১৭ তারিখে বিদ্যুৎ দফতরের কর্মীরা সত্যনারায়ণ পল্লীতে একটি ট্রান্সফরমার মেরামতের কাজে গিয়েছিলেন। তখনই বিদ্যুৎ দফতরের কর্মীদের ওপর হামলা চালানো হয়। তারপরেই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় কাঁকসা থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই রাজকুমার মন্ডল নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে খবর, গত ১৭ জুন বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীরা গোপালপুর এলাকার সত্যনারায়ণ পল্লীতে গিয়েছিলেন। সেখানে একটি ট্রান্সফরমার মেরামতের কাজে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তখনই অতর্কিতে সরকারি কর্মীদের ওপর হামলা চালানো হয়। সেখান থেকে ফিরে এসে বিদ্যুৎ বন্টন দফতরের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।
জানা গিয়েছে, কাঁকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে রাজকুমার মন্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে বিদ্যুৎ বণ্টন দফতরের সামনে যাতে কোনও রকম অশান্তির সৃষ্টি না হয়, সেজন্য সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। রাখা হয়েছে কমব্যাট ফোর্স।
উল্লেখ্য, তীব্র গরমে মানুষ নাজেহাল হয়েছে। আর তখন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বহু জায়গায় ঘন্টার পর ঘন্টা ছিল না বিদ্যুৎ সংযোগ। যার ফলে মানুষজনের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এমন পরিস্থিতিতে সরকারি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সরকারি কাজে গিয়ে আক্রান্ত হওয়ায় বিদ্যুৎ বন্টন দফতরের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজকুমার মন্ডলকে।
অন্যদিকে এই বিষয়ে কাঁকসার বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালী বলেছেন, মানুষ বিক্ষোভ করবেন না তো কি করবেন। যখন তখন লোডশেডিং হচ্ছে। প্রায় তিন ঘন্টা, চার ঘন্টা ধরে বিদ্যুৎ থাকছে না। মাঝরাতে লোডশেডিং হয়ে যাচ্ছে। তীব্র দাবদাহ। মানুষজন একটু শান্তি চাইছেন। অথচ যদি বিদ্যুৎ না থাকে, তাহলে আরও সমস্যা বাড়ছে। এই অবস্থায় মানুষজনের ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়া খুব স্বাভাবিক।
Nayan Ghosh