Rath Yatra 2023: এবার রথে মেদিনীপুরে দারুণ চমক, অপেক্ষায় গোটা শহর! তৎপরতা তুঙ্গে
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
ISKCON Rath Yatra 2023 : আর এবার এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে শহর মেদিনীপুরেও উৎসবের মেজাজ। চারিদিকে সাজ সাজ রব। তবে এবার পুরনো রথযাত্রার সঙ্গে নব সংযোজন ইসকনের রথযাত্রা।
মেদিনীপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম রথযাত্রা। জগন্নাথ,বলরাম, সুভদ্রা পূজা হয় এই বিশেষ তিথিতে। তারপর হয় তাঁদের রথ যাত্রা। ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রার কাছে সকলের মঙ্গল কামনায় রথের রশিতে টান দেন ভক্তবৃন্দ। রথযাত্রা বললেই আগে মনে আসে পুরীর কথা। তবে শুধু পুরী বা ওড়িশা নয়, পশ্চিমবঙ্গের নানা জায়গায় এই উৎসব পালিত হয়।

আর এবার এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে শহর মেদিনীপুরেও উৎসবের মেজাজ। চারিদিকে সাজ সাজ রব। তবে এবার পুরনো রথযাত্রার সঙ্গে নব সংযোজন ইসকনের রথযাত্রা। চূড়ান্ত তৎপরতার সঙ্গে শুরু হয়েছে প্রস্তুতি। পাশাপাশি শুরু হয়েছে পূজার্চনাও।
advertisement
advertisement
এবারের রথযাত্রাকে কেন্দ্র করে চূড়ান্ত তৎপরতা দেখা গেল সকলের মধ্যে। শহরে এবার বিশেষ আকর্ষণ ইসকনের রথযাত্রা। মেদিনীপুর শহরে প্রথমবারের জন্য দেখা যাবে এই বিশেষ রথ। শহরের গান্ধী ঘাট ইসকন মন্দির থেকে এই রথযাত্রা শুরু হবে।
advertisement
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণের গুন্ডিচার মন্দিরে সাত দিন থাকবেন ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রা। সেই রথ সাজিয়ে তোলার কাজে হাত লাগিয়েছেন ইসকনের সেবক ও ভক্তরা। প্রথম বর্ষে ইসকনের রথ দেখতে এবং রথযাত্রা উৎসবে শামিল মেতে উঠেছে ভক্তরাও। প্রথম বছরের এই ইসকনের রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 7:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Rath Yatra 2023: এবার রথে মেদিনীপুরে দারুণ চমক, অপেক্ষায় গোটা শহর! তৎপরতা তুঙ্গে