TRENDING:

West Bengal Scam || MLA On Left: '১৪ বছর বয়স থেকে রাজনীতি করি... নিয়োগে যত দুর্নীতি বাম আমলেই', বিস্ফোরক এই বিধায়ক!

Last Updated:

West Bengal Scam: নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার বামেদের একহাত নিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান : নিয়োগ দুর্নীতি প্রশ্নে শাসক দল বনাম বাম তরজা অব্যাহত। এরইমধ্যে দুর্নীতি ইস্যুতে বামেদের তীব্রভাবে বিঁধলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তাঁর কথায়, "বেআইনি তো যত শিখিয়ে দিয়ে গেছে বামপন্থীরা। ৩৪ বছরের বাম আমলে বাংলায় কোনও নিয়মশৃঙ্খলা ছিল না। সমস্ত জায়গায় স্ত্রীকে বেআইনিভাবে চাকরিতে ঢুকিয়ে দিয়ে পার্টি করতে নেমে গেছে সিপিএম নেতারা।"
বিস্ফোরক অভিযোগ বিধায়কের
বিস্ফোরক অভিযোগ বিধায়কের
advertisement

নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের। রবিবার বর্ধমান পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের রাজগঞ্জে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে গিয়ে চিরকুটে চাকরি দেওয়া নিয়ে সিপিএমকে আক্রমণ করে বিধায়ক খোকন দাস বলেন, "আজ সিপিএমের নেতারা বড় বড় কথা বলে। আমরা তো ১৪ বছর বয়স থেকে রাজনীতি করি। কংগ্রেস রাজনীতি  ঘরানার লোক। আমরা তো দেখেছি, কাগজের টোকেন নিয়ে সিপিএমের লোকেদের চাকরি হয়েছে।"

advertisement

আরও পড়ুন: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

তিনি আরও বলেন, "যদি আজ চাকরির হিসাব করতে হয়, তাহলে সরকারি কর্মচারী কোনও সিপিএমের লোকেরই চাকরি থাকবেন না। কারণ অধিকাংশ সিপিএমের লোকেরা দু নম্বরি করে চাকরি নিয়েছে।ইউনিভার্সিটি থেকে শুরু করে, সব জায়গায়। আমরা জানি।"

advertisement

আরও পড়ুন: ফের সিপিআইএমের জয়জয়কার! পাঁশকুড়ায় সমবায় ভোটে উড়ল লাল আবির! দেখুন ফলাফল

বিধায়ক বলেন, "আজ নেতারা বড় বড় কথা বলছেন। সমস্ত জায়গায় বউকে চাকরিতে ঢুকিয়ে দিয়ে, আপনি পার্টি করতে নেমে গেছেন। বউকে বেআইনিভাবে চাকরি  করে দিয়েছেন। আর  চাকরি নিয়ে বড় কথা বলছেন।"

আরও পড়ুন: বিছানার চাদর সরাতেই... থরথর করে কাঁপতে লাগলেন মহিলা! আচমকা গলা ফাটানো চিৎকার! তারপর?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বামদের নিশানা করে বিধায়ক খোকন দাসের প্রশ্নবাণ, "বেআইনিভাবে কেন চাকরি হচ্ছে তার উত্তর  তৃনমূলের লোকরা কী করে দেবে? তৃণমূলের ছেলেরা তো পার্টি করবে। আমরাও তো চাই ন্যায্য ভাবেই নিয়োগ হোক। অথচ তৃণমূলের ছেলেরা চাকরি পেলেই বলবে বেআইনি। বেআইনি তো যত শিখিয়ে দিয়ে গেছে বামপন্থীরা। তাদের ৩৪ বছরের বাম রাজত্বে বাংলার কোনও নিয়ম-শৃঙ্খলা ছিল না। নিয়োগে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে তাদের আমলে। সেই দলের নেতারা এখন টিভির পর্দায় বড় বড় কথা বলছে। বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এইভাবে অপপ্রচার করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাংলার মানুষ তাদের আর কোনওদিন বিশ্বাস করবে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Scam || MLA On Left: '১৪ বছর বয়স থেকে রাজনীতি করি... নিয়োগে যত দুর্নীতি বাম আমলেই', বিস্ফোরক এই বিধায়ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল