পাঁশকুড়া: একের পর এক সমবায় ভোটে চমক বামেদের। কোলাঘাটে সিটুর জয়ের পর এবার ফের একবার জেলায় লাল আবিরের ছড়াছড়ি। সমবায় ভোটে জয়ী সিপিএম! পাঁশকুড়ার যশোড়া কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে জিতল সিপিএম। পঞ্চায়েত ভোটের আগে একের পর এক সমবায়ে বাম ও বাম-কংগ্রেস জোটের জয় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কোলাঘাট, হলদিয়ার পর আবার জয় সিপিএমের। পাঁশকুড়ায় কো-অপাটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে জয় ছিনিয়ে নিল সিপিএম। এই সমবায় ভোটে মোট আসন ছিল ৯-টি। যার মধ্যে সিপিএম জয়ী হয়েছে ৫-টি আসনে। তৃণমূল পেয়েছে চারটি আসন। খাতা খুলতে পারেনি বিজেপি।
পাঁশকুড়ার এই সমবায় ভোটে সিপিএম প্রার্থী দিয়েছিল ৯ টিতে। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয় ৯টি এবং বিজেপি প্রার্থী দেয় ৪টি আসনে। ভোট ফলাফল প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে, সিপিএম পেয়েছে ৫ টি, তৃণমূল কংগ্রেস ৪টি, এবং বিজেপি-০ আসন পেয়েছে। ফলত, পাঁচটি আসনে জয়লাভ করে পাঁশকুড়ার এই সমবায় সমিতির দখল করল সিপিএম। জয় পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি সিপিএমের কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: গাছে ঝুলছে ঝুড়ি...! তাতেই ভর্তি কাঁচা সবজি থেকে ফল! কার জন্য? জানলে আঁতকে উঠবেন!
প্রসঙ্গত, এর আগে কোলাঘাট কে.টি.পি.পি কর্মী সমবায় ভান্ডার সমিতির ক্ষমতা দখল করে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচনে ১৫-টি আসনের ১০ টি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা দখল করে নেয় সিটু।
সুজিত ভৌমিক, পাঁশকুড়া
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।