Offbeat News: গাছে ঝুলছে ঝুড়ি...! তাতেই ভর্তি কাঁচা সবজি থেকে ফল! কার জন্য? জানলে আঁতকে উঠবেন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Offbeat News: বানরের খাবারের জন্য গাছের মধ্যে ঝোলানো হয়েছে ঝুড়ি, তাতেই রাখা কাঁচা সবজি, ফল।
বীরভূম: গাছের ডালে ঝোলানো রয়েছে ঝুড়ি। তাতেই রাখা বিভিন্ন ধরনের ফল, সবজি। মানুষ নয়, পাখি নয়, বানরের খাবারের জন্য এমনই উদ্যোগ নিতে দেখা গেল মহম্মদবাজারের চরিচা এলাকায়। চরিচা বাস স্ট্যাণ্ডের পাশে জঙ্গলে এমনই ব্যবস্থা করেছেন স্থানীয়রা। বাঁদরের জন্য এই ভিন্ন ব্যবস্থা দেখতে আশেপাশের এলাকার মানুষজনও হাজির হচ্ছেন চরিচায়।
এলাকা সূত্রে জানা গিয়েছে, গত প্রায় চার মাস ধরে মহম্মদবাজার থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তার পাশে বসে থাকতে দেখা যায় একটি বাচ্চা বানরকে। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন রাস্তার পাশেই একটি গাছের মধ্যেই বসে রয়েছে বাচ্চাটি। ওই গাছ ছেড়ে অন্য কোথাও যাচ্ছে না। কিন্তু বেশ কয়েকদিন খাবার না পেয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিল বাচ্চাটি।
advertisement
আরও পড়ুন: গরমে গপগপিয়ে কলা খাচ্ছেন নাকি! এই সময়ে কলা খেলে কি হতে পারে শরীরে জানেন? শুনলে চমকে যাবেন!
advertisement
দেখেই গ্রামবাসীরা উদ্যোগ নেন। তাঁরা ওই গাছে একটি ঝুড়ি ও জলের জায়গা বেঁধে খাবার ও জলের ব্যবস্থা করে দেন। তারপর থেকেই ওই এলাকাবাসী ও পথ চলতি মানুষজন আপেল, আঙ্গুর, বেদানা, আলু, বেগুন ও শসা-সহ বিভিন্ন ফল ও সবজি বানরের খাওয়ার জন্য ঝুড়িতে তুলে দেন। ইচ্ছে মতো সেই ঝুড়ি থেকে খাবার সংগ্রহ করেছে বানরটি। এলাকাবাসীরা জানান, গাছের মধ্যেই খাবার জোগান হয়ে যাওয়ায় ওই বাচ্চাটি আর অন্য কোথাও যায় না। ওই এলাকায় থাকে।
advertisement
শুভদীপ পাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat News: গাছে ঝুলছে ঝুড়ি...! তাতেই ভর্তি কাঁচা সবজি থেকে ফল! কার জন্য? জানলে আঁতকে উঠবেন!