রিচার্ডস সাপটি ধরার পর পরামর্শ দেন, "কখনও আপনি যদি আপনার বাড়িতে একটি সাপ দেখতে পান, সেই মুহূর্তে সেই জায়গা থেকে সরে যান এবং যাঁরা সাপ ধরতে দক্ষ এমন কাউকে অবিলম্বে খবর দিন। গত ২০ মার্চ ফেসবুকে ছবিটি পোস্ট করেন রিচার্ডস। পোস্টে তিনি লেখেন, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বিছানাটিও একবার পরীক্ষা করে দেখুন। সতর্ক থাকুন।